পাতা:সন্দেশাবলি.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৭ 9 শুভদ্র নামে বিখ্যাত কৃষ্ণ, শ্বেত পীত বর্ণের দারুময় দেব দেৰীয় মূৰ্ত্তি আছে, তাহার ৪০০০ বৎসর হইল নিৰ্ম্মিত হইয়াছেন, এবণ তাহারদিগের এক রথ আছে, সে:৪০ হন্ত উদ্ধ হইবেক, তাহাতে নানাবিধ কদৰ্য্য চিত্র পুত্তলিকা আছে, ই^ ১৮০৩ বা ১২ ১০ শালেই লওঁীয়ের মহারাষ্ট্রীয়দিগের কটক দেশ জয় করিয়া এই দেবালয়ে এক বৎসরে ১১৭৪১০ টাকা উৎপন্ন করিয়াছিল, ইহার পূৰ্ব্ব কালে অর্থাৎ ই ১৭৩৪ বা ১১ ৪১ শালে বঙ্গ দেশীয় নবাব শুজাউদ্বীনের অধীন মহমুদতকি নামক এক ব্যক্তি উড়িস্যার দ্বিতীয় অধ্যক্ষ ছিল, ইহার বর্তমান সময়ে পুরুষোত্তমের রাজা শ্রীশ্রী / জগন্নাথ দেবকে লইয়া এ রাজ্যের সীমান্তরস্থ এক পৰ্ব্বতাপরি স্থাপিত করিলে আতিশয় যুদ্ধ হইয়। এ দেশের ভূমির কর বিষয়ে ই~লণ্ডীয়দিগের ১০ ০০ ০০ লক্ষ টাকা ক্ষতি হইয়াছিল । ১১৭ ৷ জঙ্গিপুর ll মুরসিদাবাদ হইতে ১৭ ক্রোশ উত্তর পশ্চিম দিগে বঙ্গ দেশীয় রাজশাহী সমৃক্ত জঙ্গিপুর নামক এক নগর অাছে, এ নগরে যথেষ্ট রেশম উৎপন্ন হইত, এব-২'এস্থান হইতে ই লওঁীয়রা বঙ্গবজির গ্রামে রেশম প্রস্তুত করুণাভিপ্রায়ে প্রায় তিন সহসু লোক দ্বারা ঐ কৰ্ম্ম করাইয় ছিলেন, তথাচ কোন ফল দায়ক হয় নাই। ১১৮ ৷৷ জবলপুর। হিন্দুস্থানের গগুওয়ান রাজ্যে ও নৰ্ম্মদ নদীর উত্তরা-১শে নাগপুরের রাজার অধিকারস্থ দেশ সমূহের নূতন রাজধানী জবলপুর নামে এক আধুনিক নগর প্রাচীর দ্বার বেষ্টিত আছে, ই• ১৮০৭ বা ১২১৪ শালে এই ७