( ) o 8 ) ক্রমে হ্রাস হইয়াছে। এ নগরে প্রস্তর গৃহদ্বারা বেষ্টিত এক উচ্চ দুর্গ অাছে, ইদানী সে সকল গৃহ ভগ্ন হইতেছে, ও তাহাতে কোন লোক বাস করে না, এব^ প্রায় ২৫০ বৎসর হইল, অর্থাৎ আকবরশাহের রাজ্যকালে মনোহর ঐ কর্তৃক এ নগরের অন্তঃপাতি স্থানে এক সেন্তু নিৰ্ম্মিত হয়, তাহার গঠন এতাদৃশ উত্তম যে এইক্ষণে তাদৃশ কোন স্থানে কেহ নিৰ্ম্মাণ করিতে পারেন নাই। এ নগরে অধিকাথ২শ যবন জাতি, এব০২ রাজকুঙার নামে যে এক জাতি আছে, তাহার কন্যা সন্ততি জন্মিব মাত্র নষ্ট করিত, কিন্তু ই০২ লণ্ডীয় লোকের তাহ নিব{ রণ করিয়াছেন, এই জোয়ানপুর বারাণস হইতে ৪২ ক্রোশ ও লক্ষ্মেী হইতে ১৪৭ ক্রোশ অন্তর হইবেক । ২১২। বাঝরী ll নেপাল রাষ্ট্রে কবরী নামে এক গ্রাম ও তাহার দক্ষিণ দিগে ১০ ক্রোশ পরিসর বাবরী নামে এক লন আছে, ঐ বন শ্রীনগর অবধি কৃষ্ণানদী পর্যন্ত থাকিয় নেপ। লের তাবৎ স্থান অযোধ্য হইতে পৃথক করিয়াছে, তাহাতে শাল, শিস্ত, সেতিশাল, ও আবলুস প্রভৃতি বহুবিধ বৃক্ষ আছে, সেখান হইতে অনেক কাষ্ঠ বিক্রয়ার্থে কলিকাতায় আনীত হয়, এই বনের অধিকাংশ স্থানে কাষ্ঠ বিক্রেতার বাস করে, কিন্তু তন্মধ্যে কোন জলাশয় নাই, এবং পথিক লোকদিগের অব স্থিতির স্থান ও নাই, এই বনে যে এক পুকার হস্তী জন্মে, সে উত্তম নহে, তfভন্ন ব্যায়ু ও গণ্ডার প্রভূতি পশু আছে। ২১৩। বাইলম ৷ কাশমীরের দক্ষিণ পুস্থ ভাগে হিমা লয় পৰ্ব্বত শ্রেণীতে কাইলম নদী আরম্ভ হইয়া কাশমীর দিয়া উইয়ার নামক স্থানের ইসলমাবাদে আসিয়া প্রায় ১৬০ হস্ত
পাতা:সন্দেশাবলি.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।