( 2 ο Φ ) বিস্কৃত হইয়াছে, এৰণ কাশমীর হইতে ১০ ক্রোশ অন্তরে ৮ ক্রোশ পরিসর হইয়া ঔলার থাল নামে খ্যাত হইয়াছে, পুনৰ্ব্বার তথা হইতে বহিৰ্গমন পূর্দ্রক বড় মূল্য পৰ্বত শ্রেণীতে প্রবেশ করত, পঞ্চাবের দিগে আসিয়া পথলি নামক স্থান দিয়া বাহির হইয়া কৃষ্ণগঙ্গা ও নয়নসুখ নদীতে সম্মিলন পূৰ্ব্বক কোন পর্যুত বিশিস্ট দেশে আসিয়া লাহোর অবধি আটক দেশ পর্যন্ত যে উচ্চ পথ অাছে, তাহ পার হইয়াছে, এই স্থানে বা ষ্টলম নদীর পশ্চিম তীরে ঝাইলম নামে এক দেশ অাছে, এবং তথা ঐ নামে এক নগর ছিল, তদনুসারে এই নদীর নাম বাইলম হইয়ছে, এই নদী উক্ত নগর হইতে যোধপুরের দিগে গমন করত, সুলতানের ৬০ ক্রোশ দক্ষিণে চিনাব নদীর সহিত যুক্ত হওয়াতে সেখানে ঐ নদীর নাম প্রাপ্ত হইয়াছে, এই কাইলম নদী দীঘে ৪০০ ক্রোশ হইবেক, এ নদী পঞ্চাবের সকল নদী হাইতে পশ্চিম দিগে অাছে, আবুল ফজলের পুস্তকে এই নদী বেঙ্গদ অর্থাৎ বিতস্ত নামে ব্যক্ত আছে, এবণ হিন্দু ভূগোলবেত্তার। ইহাকে ইন্দ্রাণী কহে। ২১৪ । - বানসুজঙ্গ ৷ তিৰুত দেশে পৰ্ব্বতোপরি বানযুমঙ্গ নামে এক বৃহৎ পুরী আছে, সেই পৰ্বতের উচ্চতা ও পথের নিয়ুেস্থত প্রযুক্ত উক্ত পুরা অত্যন্ত দুৰ্গম বোধ হয়, ঐ পৰ্বতের নিমু ভাগ কোন কালে এক থালের জলে ময় ছিল, এইক্ষণে তাহাত অনেক বসতি হইয়াছে, ও কৃষি কৰ্ম্ম উত্তম হইয়া থাকে। বিশেষতঃ অত্যু কৃষ্ট লোমন্ত্র বস্ত্র প্রস্তুত হয়, তৎপ্রযুক্ত সে স্থান প্রসিদ্ধ হইয়াছে। ঐ বস্ত্র ১ হন্তের অধিক প্রস্থ প্রায় হয় না b
পাতা:সন্দেশাবলি.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।