( S S $ ) পর্যন্ত স্থানের মধ্যবর্ভি তাবৎ স্থান তিবৃত নামে প্রসিদ্ধ আছে, এ দেশ পৰ্ব পশ্চিমে দীর্ঘ ১৬০০ ক্রোশ, পুস্থ তদপেক্ষ নান হইবেক, নেপাল দেশে নিযু তিবৃতের নাম কাছাড় কিন্তু হিন্দু স্থানের লোকের ইহাকে পতৈদ বলে, আর হিমালয় পৰ্ম্মত শ্রেণীর অংশ যে সমুনা পৰ্ব্বত, তদুর ভূতানের ও এদেশের সীমার চিহ্ন হইয়াছে, এই পৰ্ব্বতের নিকটস্থ স্থানে কাৰ্ত্তিক মাস অবধি চৈত্র মাস পর্যন্ত শিশির পতিত হইয়া আতিশয় শীত হয়, এব- এই তিৰুত দেশের স্থান বিশেষে বঙ্গ দেশের ম্যায় চৈত্র মাস অবধি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বসন্ত ও উত্তাপ হয়, কিন্তু বৃষ্টি ও বজ্রপাত ইত্যাদি ও হইয়া থাকে, ও হিন্দুস্থানের ন্যায় অতিশয় উত্তপ্ত বায়, দ্বারা তাবৎ বৃক্ষাদি শুধু হইয়া যায়, এবং তৎকালে লোকেরা পৰ্ব্বতের ওস্তাতে গিয়া বাস করে, এ দেশের পুiয় তাবৎ ভূমি বালুকাময়, তৎপ্রযুক্ত কৃষিকৰ্ম্ম চলে না, কিন্তু অাকরীয় দুব্য ও লোর যথেষ্ট জন্মে, আর এই তিৰুত দেশে প্রায় তাবৎ পশু অপেক্ষ অত্যাশ্চৰ্য্য সুরগাভী নামে ইউরোপীয় গাভীর ন্যায় এক পুকার পস্ত আছে, তাহার দূন্ধে অত্যুত্তম নবনীত ও পুস্ত কেশে চামর হয়, তদ্ভিন্ন আর এক পুকার ছাগ আছে, সে ইউ রোপীয় মেষের অপেক্ষ খন্দ্রাকৃতি বিশিষ্ট হয়, এই পশুর নানা প্রকার বর্ণ হইয় থাকে, আর তাহার লোম দ্বারা শাল বত্র জন্মে, বিশেষ পরীক্ষা ও চেষ্টা দ্বার জানা শিয়াছে, যে এই পশু তিৰুতদেশ ভিন্ন কুত্ৰাপি জন্মে না, তিবৃত দেশের দক্ষিণ দিগে গম, যব, ও ধান্য পুস্কৃতি শস্য সচরাচর জন্মে, ও এ দেশ হইতে স্বর্ণ, ও মৃগনাভি ও ছাগলোম এবণ লবণ ইত্যাদি বাণিজ্য দুৰ্য স্থানান্তরে প্রেরিত হয়, তম্ভিন্ন সীসার ও তাদুের
পাতা:সন্দেশাবলি.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।