পাতা:সন্দেশাবলি.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Y S @ ) আকরন্থান আছে, আর হিন্দুস্থানে মহামারীতে যেমন লোক নষ্ট হয়, তদ্রুপ এখানে বসন্ত রোগে অনেকের মৃত্যু হয়, এ স্থানের এক মন্দির মধ্যে বুখাবতারের মহামণি নামক যে এক মূৰ্ত্তি আছে, তাহার পুরোহিতের দিগের নাম লামা, ইহার এ দেশে ও দক্ষিণ দেশে অনেক আছে, এ দেশের বদ্ধিষ্ণুলোকের পরলোক হইলে তাহারদিগের চিতাভস্ম যত্ন পূৰ্ব্বক রক্ষা করে, তদ্ভিন্ন এই এক রীতি অাছে, যে তথাকার লোকেরা যে স্ত্রীকে বিবাহ করে, তাহার পতি ৰিয়োগ হইলে স্বামীর অন্য সহে! দরের যাহাকে ইচ্ছা হয় তাহাকেই পতিত্ব স্বীকার করিতে পারে, এ রীতি মালাবার ও উৎকল দেশে ও আছে, ই• ১,৭২০ বা^ ১১২৭ শালে এ স্থানের অন্তঃপাতি টেস্তলুয়ু নামক রাজ ধানীতে দুই দল মনুষ্যের পরল্পর বিরোধ হইলে টান দেশীয় টেপ্ত লুম্বু বাদশাহ মধ্যবৰ্ত্তী হইয়। আপনি এ দেশ অধিকার করিয়া ছিলেন, ই• ১৭৮০ বাণ ১১৮৭ শালের ৫ শ্রাবণে বসন্তরোগে তাহার মৃত্যু হইল, পরে ই• ১৭৮৩ বা ১১১০ শালে উহার উত্তরাধিকারী ১৮ মাস বয়স্ক এক বালক রাজ্যাভিষিক্ত হইলে ই০২ ১৭১২ বাণ ১১১১ শাল পয্যন্ত এ দেশের উন্নতি ছিল, পরে নেপালীয়ের অনেক বৎসর পর্যন্ত যুদ্ধ করির আক্রমণ করাতে ঐ টেস্তলম্ব সুহ্মপুত্র পারে পলায়ন করিল, পরে যখন বিপক্ষ গণের ঐ রাজধানীর তাবৎ লোকের ও লামার বহুকাল সঞ্চিত তাবৎ ধন গ্রহণ পূর্বক স্বদেশে গমন করে, তৎকালে চীন দেশীয়ের পশ্চাৎ ধাবমান হইয় তাহারদিগকে জয় করত টেস্ত লামাকে তারথ ধন পুনঃপুপ্তি করাইয়। বরঞ্চ নেপালীয় দিগের নিকট বৎসর ২ কিছু টাক; পাইবেক, এমত নিশ্চয়