পাতা:সন্দেশাবলি.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) 〉レ ) কালে এ দেশে শস্য অল্প হয়, সেই সময়ে ত্ৰেবেস্কর হইতে আনীত হইয় থাকে, এ দেশে জবন জাতির বসতি অল্প ও হিন্দু দিগের ধর্মনিষ্ঠ সুন্দর আছে, পূৰ্বকালে তানজোর দেশে যখন পাণ্ডবদিগের রাজধানী ছিল, তখন এ দেশ তাহার রাজ্য ভুক্ত ছিল, এব°২ ই^ ১৭৪০ বাণ১ ১১৪ ৭ শালাবধি ই^ ১৭৬০ বা ১১১৬৭ শাল পর্যন্ত মহারাষ্ট্ৰীয়ের এস্থানে বাস করত, চির দিন পরম্বর যুদ্ধ করিত, তৎকালে ইহার তৃতীয়া-২শ স্থান বন ময় ছিল, এব^ মাদুরার অনুমতানুসারে ১১০০০০০ লক্ষ টাকাতে কোন ব্যক্তিকে এ দেশ ইজার দেওয়া গিয়াছিল, কিন্তু সে প্রজাদিগের নিকট হইতে কর সঞ্চয় করণে অক্ষম হইয়া দৈন্য দশ পুপ্তি হইল, ই২ ১৭১২ ৰাণ ১১১১ শালের পর ই°২ লওঁীয়ের তথাকার কর গ্রহণ করিতে লাগিল, ও ই• ১৭১১ বা ১২০৬ শালে টীপুশাহের সহিত ই লণ্ডায়েরদিগেরে যুদ্ধারন্থ হইলে মন্দিরাজ দেশস্থ ইউরোপীয় সৈন্যেরা ঘোরতর যুদ্ধ করিতে লাগিল, ইত্যবসরে ঐ মহারাষ্ট্ৰীয়ের ইsলওঁয়ের দিগের বিদ্রোহী হইয়া অশেষ প্রকারে অবজ্ঞা করাতে ই-লী য়ের তাহারদিগকে যুদ্ধে পরাভব করিয়া শাসন পূবুক অতিশয় বশীভূত করত, ই ১৮০১ বা ১২০৮ শালে এই তৃণাবলি দেশ সমূর্ণ রূপে অধিকার করিয়াছিল। ২৩০ ৷ তৃষ্ণ ৷৷ হিমালয় পৰ্ব্বত শ্রেণীতে তৃষ্ণ নামুী এক নদী আরম্ভ হইয়া দক্ষিণ দিগে গমন পূৰ্ব্বক পুনৰ্ব্বার নেপাল রাজ্য দিয়া বঙ্গ দেশীয় রঙ্গপুরে প্রবেশ করত, দক্ষিণ গামিনী হইয়া গঙ্গাতে যুক্ত হইয়াছে নেপাল দেশে এ নদীর নাম ইওসায়ু, এবং নানা দিগ্বিদিগে নানাবিধ নাম থ্যাত আছে। ২৩১।