পাতা:সন্দেশাবলি.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ) অতিশয় শীতল তৎপুযুক্ত বিষম জ্বর জন্মে, এই অনুপশহর দিল্লী হইতে ৭০ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্ব, ঐ নগরের দক্ষিণ দিগে ইষ্টক নিৰ্ম্মিত এক বৃহৎ দুর্গ আছে তথা হইতে ঐ নগর তাৰ দৃষ্ট হয়, এবং পৌষ মাসান্তে ঐ স্থানের গঙ্গা অতি ক্ষুদ্র হয় কিন্তু জল নির্মাল থাকে।-৩ ৷৷ অমরকোট ৷ সিন্ধু প্রদেশে অমরকোট নামে এক নগর অাছে, সে নগর সিন্ধু নদহইতে ৩০ ক্রোশ পূর্ব দিগে, পূর্ব কালে ঐ নগর জাদরাপুতের স্বাধীন রাজ্য ছিল কিন্তু যোধপুর ও সিসুদেশের মধ্যবর্বিত্ব পুঘুক্ত ঐ নগরের নিমিত্তে ঐ উভয় রাজ্যের লোকদিগর সর্বদ বিরোপ হষ্টত তৎপরে যোধপুরের রাজার অধিকার হইয়াছিল, ইকার লুমি এতাদৃশ অনু দুরা যে কোন শস্য উৎপন্ন না হওয়াতে নগরস্থ সৈন্যদিগের ভরণ পোষণ হয় না কেবল ঐ স্থানের বাণিজ্য দুৰ্যের শ্বসু ও তীর্থ যাতিদের করম্বারা তাহারদিগের নিবুর্ণ হয়, হার নিকট বর্তি স্থানে কোন পৰ্বতের বনমধ্যে সি দু দেশীয় আমীর গোলান আলির এক প্রধান দুর্গ অাছে অনুমান হয় তাহ তিনি আপনি স্থাপিত করিয়াছিলেন । ইহার চারি দিবসের পথমধ্যে কোন জলাশয় নাই কিন্তু এই দুর্গ মধ্যে উত্তম ২ কুপ আছে, পরন্তু হুমাউন বাদশাহ সের শাহকর্তৃক शिन्मूछान झ 5८ठ বহিদু,ত হওয়াতে দারুণ দুরবস্থায় অমরকোটের রাজার নিকট এই বনে পলায়ন করিলে রাজা তাহার যথেস্ট উপকার করিয়াছিলেন । এব০২ ঐ স্থানে ই০২ ১ ৫ ৪ ১ বাণ১ ৯৪৮ শালে আকবর বাদ শাহের জন্ম হয় । ৪ ৷৷ তামরাবতী ৷ বেরারদেশে নি জামের রাজ্যে বৃহৎ প্রাচীর দ্বারা বদ্ধ অমরাবতী নামে এক বাণিজ্য স্থল আছে সে