( > S > ) ত্রিচিন্থপঞ্জী ll দক্ষিণ কর্ণাটে কাবেরী নদীর দক্ষিণ দিগে ও পণ্ডিচেরি হইতে ১০৭ ক্রোশ অন্তরে ত্ৰিচিহ্নপল্লী নামক এক নগর অাছে, ইহার চতুদিগে তানজোর দেশের ন্যায় কৃষি কৰ্ম্ম উত্তম হইয়া থাকে, আর কাবেরী নদীর নিকটে কোলরুণ নামক স্থানের উত্তম উবুর ভূমিতে যথেষ্ট ধান্য জন্মে, ত্ৰিচিহ্ন পল্লীর নিকটস্থ সরিড্রাম উপদ্বীপে হিন্দুদিগের পুধান দুই দেবালয় আছে, এব- এ নগরে মহম্মদ আলির দ্বিতীয় পুত্র আমিরউল ওমর বহুকাল পর্যন্ত বসতি করাতে দক্ষিণ কর্ণাটের জবন জাতির অতিশয় সুথে কাল যাপন করিয়াছিল, ই ১৭৩৬ বা ১১৪৩ শালের পূৰ্বে এ স্থানে হিন্দুদিগের রাজ্য ছিল, তৎপরে চণ্ড সাহেব চাতুর্য্য ক্রমে অধিকার করিল, পুনৰ্বার ই^ ১৭৪১ বাণ ১১৪৮ শালে মহারাষ্ট্ৰীয়ের অধিকার করিয়া ছিল, এব^ ই• ১৭৪৩ বা ১১৫০ শালে নিজামউলমূলক তাহারদিগের নিকট হইতে গ্রহণ করিয়া দক্ষিণ দেশে গমন কালে আনোয়ারদ্বিনকে কর্ণাট রাজ্যের ভারাপণ করিয়াছিল, ই^ ১৭৪১ বা ১১৫৬ শালে ঐ আনোয়ারদিনের মৃত্যু হও য়াতে তাহার দ্বিতীয় পুত্র নবাব মহম্মদ আলির অধিকার হইলে ফ্ৰান্স জাতির অন্য জাতীয় সৈন্য গণের সহিত ঐক্যতা পূর্বুক ই০২ ১৭৫ ১ বা ১১৫৮ শালাবধি ই০১ ১৭ ৫ ৫ বাণ১ ১১৬২ শাল পর্যন্ত তাহার সহিত যুদ্ধ করিয়াছিল, কিন্তু কেবল ই০২ লংয়েরদিগের ক্ষমতা দ্বারা এ নগরাধিকার করণে অক্ষম হইয়াছিল, ত্ৰিচিহ্নপত্নী মন্দিরাজ হইতে ২৬৮ ক্রোশ, শ্রীরঙ্গ পত্তন হইতে ২০৫ ক্রোশ এব^ কলিকাতা হইতে ১২৩৮ ক্রোশ অন্তর হইবেক। ২৩২ ৷৷
পাতা:সন্দেশাবলি.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।