পাতা:সন্দেশাবলি.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 》及8 ) অত্যুত্তম, এৰণ কৃষি কৰ্ম্ম নিমিত্তে পুস্তুরিণীর জলের পুয়োজন নাই, যেহেতুক কালানুসারে সবু ত্ৰ সহজেই চাস যোগ্য ভূমি হইয় থাকে, আর এতদ্দেশে ব্যক্ত আছে, যে তথাকার উৎপন্ন শস্যদ্বারা রাজকীয় কর্ম ও যুদ্ধ ব্যয় প্রভৃতি সমুন্ন হয়, সুতরা^ ভমির রাজস্ব গ্রহণের অপেক্ষা করে না, এবণ২ এখানে রাজ সমৃক্ত ভবাকের বাণিজ্য আছে, তাহাতে বিস্তুর টাকা উপাৰ্জ্জন হয়, তভিন্ন বিস্তুর নারিকেল জন্মে, তাহার ও কর নিদ্ধার্য আছে, এ দেশ মালাবার দেশের একাংশ প্রযুক্ত তথাকার লোকের অনেক ব্যবহার মালাবার দেশের ন্যায় হইয়াছে, ও এ স্থানে পূৰ্বকালে কথন যবনাধিকার হয় নাই, এ পুযুক্ত হিন্দু দিগের অত্যন্ত শুদ্ধাচার ছিল, কিন্তু অল্প কালের মধ্যে প্রীষ্টিয়ান ধৰ্ম্ম প্রকাশ হওয়াতে এ স্থানের প্রায় ১০০০০ নবুই সহস্ৰ লোক তদ্ধর্মাবলম্বন করিয়াছিল, তৎকালে ত্রেবেঙ্কর দেশে খ্ৰীষ্টিয়ান দিগের গীর্জা হওয়াতে হিন্দু দেবালয়ের প্রত্যক্ষভাবে অন্য দেশীয় লোক কর্তৃক এ স্থান হিন্দু দেশ বোধ্য হইত না, আর ইহার পূর্বু কালীয় অধ্যক্ষের নাম কেরিতরাম রাজ তিনি মদুর রাজাকে কর পুদান করিতেন, তাহার রাজ্য কালে এ অতি ক্ষুদ্র, রাজ্য ছিল, ই^ ১৭১০ বা^ ১১১৭ শালে এ দেশ টাপুল্লাহ আক্রমণ করত রাজারদিগকে বহি যুরণ করিয়া ৰিয়া পেলিস্থান পর্যন্ত গমনানন্তর লার্ড করণওয়ালিস কর্তৃক নিব রিত হইয়াছিল , নতুবা তাবৎ পুদেশ জয় করিতে পারত, ই• ১৭১৫ বা ১২০ং শালের ৭ নৱেম্বর তারিখে ই~রাজ সহিত রাজার সন্ধি হওয়াতে স্থির হইল, যে টাপুলাহ কর্তৃক অধিকৃত দেশ সকল এই রাঙ্গাকে প্রত্যপিত হয়, এৰণ রাজা