পাতা:সন্দেশাবলি.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * १ ¢ J ও ই^লওঁীয়েরদিগের তিন দল পদাতিক সৈন্যকে পুতি পালন করিবেন, ও যুদ্ধকালে আপন সৈন্য দ্বার সাহায্য করবেন, কিন্তু ঐ কেরিত রাম রাজার দেওয়ানের নানাবিধ কুব্যবহার প্রকাশ হওয়াতে মান্দরাজ হইতে ই~রাজের সৈন্য গিয়া ঐ রাজার তবিদেশ জয় করিল। ২৩৬ ৷৷ থিয়াগড় । কর্ণাট রাজ্যে পণ্ডিচেরির ৫৬ ক্রোশ পশ্চিম দিগে থিয়াগড় নামে এক নগর আছে, কর্ণাটের যুদ্ধ কালীন এ নগরের যথেষ্ট বৃদ্ধি ছিল,এব০ নগরাধ্যক্ষের অনেক বার যুদ্ধ করে, তখন এক পৰ্বতোপরি ইহার দুই দুর্গ পরল্পর স~যুক্ত ছিল, এবং এ নগরের পত্ত্ব দিগের নিযু ভূমিতে মৃন্ময় প্রাচীর দ্বার বেষ্টিত যে এক পেটা আছে, তাহার চতুদিগে অতিশয় দুর্গম বন, ই০২ ১৭৬১ বাপ ১১৬৮ শালে মেজর প্রেস্টন ক্রমাগত ৬৫ দিবস থিয়াগড়ের দুর্গ সৈন্য বেষ্টিত করিলে তথাকার অধ্যক্ষের সে দুর্গ ইংলণ্ডয়দিগকে প্রদান করিয়াছে । ২৩৭ ৷৷ খিরাদ। গুজরাট প্রদেশের উত্তর পশ্চিম সীমাবছিন্ন থিরাদ নামে এৰু দেশ ও এক নগর আছে, ইহার উত্তর দিগে মারোয়ার, ও উত্তর পূবৃ কোণে শাণজোর নগর, এ নগর বিরাদ হইতে ৩০ ক্রোশ অন্তর, এব^ নিজ পূৰ্বদিগে ৩০ ক্রোশান্তরে দিশা নামক দেশ, পশ্চিম দিগে ওঁ নামক স্থান, সেও থিয়াদ হইতে ১২ ক্রোশ; অন্তর হইবেক, দক্ষিণ দিগে ৩০ ক্রোশান্তর বত্তী বারিয়ার নামক স্থান, এই সীমাবচ্ছিন্ন থিরাদ দেশে ৩৩ গ্রাম আছে, তাহাতে বিশ সহস্র টাকা রাজস্ব উৎপন্ন হইয় হেরস্থজী নামক অধ্যক্ষের পুপ্তিৰ হয়, এই ব্যক্তির