পাতা:সন্দেশাবলি.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ප ) এলিচপুরহইতে ৩০ ক্রোশ দক্ষিণ দিগে, তথাহষ্টতে অনেক তুলা ও অন্য ২ বাণিজ্য দ্রব্য শকট দ্বারা বিক্রয়াথে বঙ্গদেশে প্রেরিত হয়। এই অমরাবতীস্থান বঙ্গ দেশহইতে ৫০ ০ ক্রোশ অন্তর । ৫ ৷৷ অমৃতসর l৷ লাহোর রাজ্যে শিখ জাতির রাজধানী অমৃতসর নামক এক নগর আছে, ঐ জাতীয়েরা পুস্তকে লিথে যে এই নগর গুরুরামদাস নির্মাণ করেন এ কথা সত্য নহে যেহেতুক এ অতিপূচীন নগর, পূৰ্ব্বকালে ঐ স্থান চাকনামে ব্যক্ত ছিল কিন্তু গুরুত্বম দাস ইহার পুজা বৃদ্ধি করণপূর্বক এক পুসিদ্ধ পুষুরিণী থনন দ্বারা তাহার নাম অমৃতসর ব্যক্ত করিয়াছিলেন কালক্রমে এই নগরের ও ঐ নাম হইল। ই০২ ১৫৮১ বাণ২ ৯৮৮ শালে ঐ গুরু মি দাসের মৃত্যু হয়, পরে কিছু কালের নিমিত্তে এ নগরের নাম রামদাস পুর শহর ছিল, ইহার চতুর্দীগ ৮ ক্রেশ পর্যন্ত সমান ভূমি ভাইর পথ নকল অপশন্ত কিন্তু ই টক নির্মিত উত্তম খ উচ্চমূহ আছে, অমৃতসরের দক্ষিণ ও পূদ্ব দিগ হইতে কাশ্মরের শালৰ স্ত্র ও কুসুম এই নগরে আন ত হয়, এই স্থা: শিখ জাতির মে এক দুর্গ আছে পদ্র কালে তাহার নাম রণজি২ গড় ব্যক্ত ছিল, ইহার ৩৪ ক্রোশ অন্তরে ইরাবতী নদী হইে এক নালা দিয়া এ স্থানে জলাগম হয় তার স্বে স্থান বধি অমৃতসর ব্যক্ত আছে তথ্যহইতে ১৩ ঃ পদ পরিমিত ভূমিমধ্যে এক মন্দিরে গুরুগোবিন্দ সিপ২হের প্রতিমূৰ্ত্তি আছে। আহমদশাহ আবদালি অমৃতসরে আগমন পূবুক ঐ মন্দির দুইবার ভগ্ন করিয়া এব০১ এই তীর্থের জল নষ্ট করুণাভিপুয়ে গোহত করিয়া তন্মধ্যে নিঃক্ষেপ করিয়াছিলেন। ৬ ৷৷ অযোধ্য হিন্দুস্থানে অযোধ্যা নামক এক দেশ অাছে, ইহার উত্তর দিগে নেপালের অধিকারস্থ নানা ক্ষুদ্র নগর এক পকৃত দ্বারা নেপালহইতে পৃথক হইয়াছে দক্ষিণ দ্বিগে আলী