( 3込> ) সৈন্যাগারের সৈন্যদিগের নিমিত্তে যে খাদ্য প্রেরিত হইত, সে সকল বন্ধ করিল, তাহাতে অনাহারে অনেকের প্রাণ বিয়োগ হইল, দক্ষিণ দেশে যদ্যপি আওরঙ্গজেব বাদশাহের অত্যন্ত কর্তৃত্ব ছিল, তথাচ মহারাষ্ট্ৰীয়দিগের দৌরাত্ম্য দ্বারা মোগল দিগের দর্প ও বিদ্যাদি সমুদয় সুসি হইতে লাগিল, পরে ই ১৭১৭ বা^ ১১২৪ শালে নিজামউলমুলক এ দেশের তাবৎ স্থান অধিকার করিয়াছিল। ২৩১ ৷৷ দক্ষিণশাহাবাজপুর। বঙ্গদেশে মেঘনা নদীর সমুদ্রের মিলন স্থানে দক্ষিণ শাহাবাজপুর নামক এক উপদ্বীপ আছে, সে দীঘে ৩০ ক্রোশ ও প্রস্থে ১৩ ক্রোশ হইবেক, ঐ উপদ্বীপের নিয়ু ভূমি প্রযুক্ত বর্ষাকালে যোয়ার সময়ে প্রায় তাবৎ জলমগ্ন হয়, তার এই উপদ্বীপ ও ইহার নিকটে যে উপদ্বীপ আছে, এই দুই উপদ্বীপের মধ্যবৰ্ত্তী যেখাড়ি তাহার জলের এতাদৃশ বেগ গতি যে তন্মধ্যে নৌকার গমনাগমন দুর্ঘট হইয়া থাকে, ও এ স্থানে ইউরোপীয়দিগের লবণের বাণিজ্য গার অাছে ৷ ২৪০ | দাউদকাওঁী। বঙ্গদেশে ঢাকা হইতে ২৫ কোশ দক্ষিণ পূৰ্ব্ব দিগে ত্রিপুর সমৃক্ত দাউদকাণ্ডী নামক এক ক্ষুদ্র নগর আছে, বর্ষাকালে গোমতী নদী দ্বারা এস্থান দিয়া ঢাকা অবধি কমিলু। পর্যন্ত সুন্দর জল পথ হয়। ২৪১। দানাপুর l৷ বাহার প্রদেশে গঙ্গার দক্ষিণ তটে ও পাট ন হইতে ং ক্রোশ পশ্চিম দিগে দানাপুর নামক এক নগর আছে, অযোধ্যার নবাব সাদত আলি ঐ রাজ্য ভুষ্ট হইয়া ই
পাতা:সন্দেশাবলি.djvu/১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।