পাতা:সন্দেশাবলি.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ $లో ) দারাপুরম n টি প্রদেশে অমরাবতীর তীরে ও শ্রীরঙ্গ পাটম হইতে ১৩ং ক্রোশ দক্ষিণ পূর্ব দিগে দরি পুরম নামক এক নগর অাছে, এ স্থানে মৃন্ময় এক বৃহৎ দূর্গ ও উত্তম দুই নালা আছে, তথাকার লোকের ঐ নালার জলক্ষেত্রে সিঞ্চন করে, তাহাতে তথাকার ভূমি এমত উৰ্ব্বর হইয়াছে, যে এক বৎসরের মধ্যে যে ক্ষেত্রে তামাক জন্মে, তাহাতে পুনৰ্ব্বার অন্যোন্য শস্যাদি উৎপন্ন হয়, ই• ১৭৮৩ ব৮২ ১১১০ শালের আষাঢ় মাসে ইংলঞ্জয়ের টীপুশাহের নিকট হইত্তে এ নগর অধিকার করিয়৷ ই• ১৭৮৪ ৰা- ১১৯১ শালে সন্ধি দ্বারা ঐ টীপুশাহকে পুনৰ্দ্ধার অর্পণ করিয়াছিল। ২৪৫ W झावाश्मी॥ जयाश्T প্রদেশে গঙ্গার উত্তর পূর্ব দিগে ও লঙ্গুে হইতে ৪৭ ক্রোশ অন্তরে দালামে নামক এক নগর আছে, এ নগরে রাজা তিক্ত রায়ের জন্ম হয়, এই ব্যক্তি ইহার শোভা বৃদ্ধি করিয়াছিল, এ নগরের গঙ্গা তীরে নানা উত্তম দেব। লয় ও ঘাট এবং এক দুর্গ অাছে। ২৪৬৷৷ नि? it आभद्रा नेशद्र হইতে ৪৪ ক্রোশ উত্তর পশ্চিম দিগে দিগ নামক এক নগর অাছে, ই^ ১৭৬০ বাপ ১১৩৭ শালে জাট জাতীয় শুরজমল রাজা এ নক্ষর অধিকার করত প্রাচীর দ্বারা কঠিন রূপে বন্ধ করিয়াছিল, পরে ই০২ ১৭৭৬ বা ১১৮৩ শালে নজফ ঐ এক বৎসর পর্যন্ত যুদ্ধকরণ পূৰ্বক সে স্থান নিজায় ও করিয়াছিল, ও পুনৰুরি ভরতপুরের জাট জাতির অধিকার হইলে ই^ ১৮০৫ কাণ২ ১২১ং শালে লাড় লেক এ নগরের প্রাচীরের নিম ভাগে হুলকরের সৈন্যেরদিগকে পরাভব করিলে হলকর আপনি কিয়-কাল পর্যন্ত যুদ্ধ ৰূরত