পাতা:সন্দেশাবলি.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩২ ) পরে ভীত হইয়৷ ই লণ্ডীয়দিগকে এ নগর অপর্ণ করিয়াছিল, কিন্তু তাহারা পুনৰ্বার হলকরদিগকে দান করিল। ২৪৭ ॥ দিনাজপুর il বঙ্গদেশে দিনাজপুর নামক এক দেশ আছে, ইহার উত্তর দিগে রঙ্গপুর ও পর্ণিয়া, দক্ষিণ দিগে রাজ শাহি, পৰ্ব্ব দিগে রঙ্গপুর ও ময়মন সিপ২হ, এবণ পশ্চিম দ্বিগে পর্ণিয় ও রাজমহল দেশ, পৰ্ব্বকালে এ স্থান পিঞ্জীর সরকার নামে ব্যক্ত ছিল, এব^ কোচবেহার রাজ্যের সম্মুখ স্থান ছিল, কিন্তু মোগল জাতির রাজ্য কালে এ দেশ ও ইদরাকপুর আও রঙ্গাবাদ ভুক্ত হইয়াছে, ই ১৭৮৪ বা ১১১১ শালে মেজর রেনেলসাহেব কর্তৃক দিনাজপুরের চতুদিগস্থ ভূমি ৩৫ ১১ ক্রোশ পরিমিত হইয়াছিল, এবণ২ ই~ ১৮০১ বা ১২০৮ শালে মারকুইল ওএলিসলির অাদ্রানুসারে রাজস্ব স~গ্রহকারির ৬০ ০০ ০০ লোক সপ২থ্যা করিয়াছিল, তন্মধ্যে চারি অন্২শ হিন্দু ও একাণ২শ জবন জাতি ছিল, এ দেশে দুই তিন ক্রোশ পরিসর এমত পৰ্বত অনেক আছে, ও অত্যন্ত তৃণোদ্ভব হয়, তাহাতে গো, মহিষ প্রভৃতি পশু সকল অনায়াসে পুতি পালন হয়, আর এ দেশের দক্ষিণ দিগ অপেক্ষা উত্তরদিগের সমান ভূমি, তাহাতে কৃষি কৰ্ম্ম উত্তম হইয় থাকে, ও দক্ষিণ দিগে বেনের আর উত্তর দিগে হিন্দুরা বাস করে, এই উভয় জাতি পুয়ি তালতেই দুঃখ, অথচ এ দেশে ধান, রাইসর্ষপ, ও এক পুস্কার গম এব^ মটর পুড়তি বহুবিধ শস্যোৎপন্ন হয়, তদ্ভিন্ন নীল, শোণ, ইক্ষু, পাট, তুলা ও অধিক তামাকু জন্মে, কিন্তু মহিম ও শূকর এবs বন্যা দ্বারা অনেক শস্যাদির হানি করে, এই দিনাজপুরের রাজার পূবৃ পুরুষ হিন্দু স্থানের বৈশ্য জাতীয় রামনাথ নামক