পাতা:সন্দেশাবলি.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిఎ ) নগরে প্রেরিত হয়,তভিন্ন ফিরোজ প্রভৃতি নানাবিধ বহুমূল্যমণি দিল্লীতে প্রাপ্য হয়, এৰ বদরিহক ও এখানে পুস্তুত হইয় থাকে, আর ইহার যমুনাতীরে ধান্য নীল ইত্যাদি জন্মে, এ নগর কলিকাতা হইতে বীরভূমী দিয়া ১৭৬ ক্রোশ হইবেক । ২৪১ - দেওঘর ll বাহার দেশে মুরশিদাবাদ হইতে ১৫০ ক্রোশ পশ্চিম উত্তর দিগে দেওঘর নামক এক নগর অাছে, লোকেরা এখান হইতে গঙ্গাজল লইয়। হিন্দুস্থানের পশ্চিম দিগে গমন করে ২৫০ ৷৷ . দেবখণ্ড ॥ হয়দরাবাদ প্রদেশে গোদাবরী নদীর দক্ষিণ দিগে দেবখণ্ড নামক এক বৃহৎ দেশ আছে, ইহার উত্তর দিগের সমুখে ঐ নদী তীরস্থ তাবৎ গ্রামে বসতির অল্পতা ও নান দুর্গের পতিতাবস্থা হইয়াছে, বোধ হয়, কোন কালে এই স্থান সমূহে উত্তম রূপে বসতি ছিল। ২৫১ ৷৷ দেবপুয়াগ । উত্তরহিন্দুস্থানের শ্রীনগর প্রদেশে ভাগীরথীর ও অলকনদার মিলন স্থানের নিকটে কোন পদ্ধ তের এক দেশে দেবপ্রয়াগ নামক এক নগর আছে, এ নগর জল হইতে ১১ হস্ত উৰ্দ্ধ, এব^ নগরহইতে পৰ্ব্বতের অপরা~শ ৫৩৩ হস্তের কিঞ্চিখ অধিক উদ্ধ হইবেক, হিন্দুশাস্ত্রোক্ত পঞ্চ প্রয়াগ মধ্যে এ এক প্রসিদ্ধ তীর্থ স্থান এমত ব্যক্ত আছে, ঐ উভয় নদীর স^যোগ স্থানের পশ্চাৎ ভাগে অলকনন্দার পরিসর ১৬ হস্ত, ও জল অতিশয় গভীর, বর্ষাকালে সেই জল ৩১ হস্ত উদ্ধে উথিত হয়, এব°১ ভাগীরথীর জল ও ৭৫ হস্ত প্রশস্ত ও বর্ষাকালে স্বাভাবিক জল হইতে ২৬ হস্ত উদ্ধে গমন করে, এবণ২ ঐ মিলন স্থানাবধি উভয়ে যে এক ধারা হইয়া গঙ্গা নামে বিখ্যাত হইয়া