( $ sరి ) দারিড়। ভারতবর্ষের দক্ষিণ দিগের প্রাচীন নাম দ্রাবিড় এমত ব্যক্ত আছে, ইহার পূৰ্ব্ব দিগে সমুদ্র, ও পশ্চিম দিগে ঘাট নামক পৰ্ব্বত শ্রেণী, এই দ্রাবিড়ের তাবত স্থানে তৈলঙ্গ ভাষা প্রচলিত আছে, আর এ দেশে যে নানা পুকার ব্ৰাহ্মণ বাস করেন, তাহারা সকলেই দুবিড়ী ব্ৰাহ্মণ নামে পুসিদ্ধ আছেন, এই দুবিড় দেশ পরল্পর বিদ্বেষী তিন রাজার তিন খণ্ডে বিভক্ত হইয়াছে, সে খণ্ডত্রয়ের নাম চেলিম, চিরাম, ও পান্দিযাম। ২৫ ৬ ॥ দ্বারকা ৷ গুজরাট পুদেশে পুরিদ্বীপের দক্ষিণ পশ্চিম দিগে দ্বারক নামক এক নগর ও এক দেবালয় আছে, সে হিন্দু দিগের পুসিদ্ধ তীর্থ স্থান, এ স্থানে অন্যোন্য অনেক দেবালয় ও আছে, তন্মধ্যে এক পুপান দেবমন্দিরে কৃষ্ণাবতারের রণছোড় নামে এক দেবমূৰ্ত্তি ছিল, পুয়ে৬০০ বৎসর হইল, সুস্কিণের চৌর্য্য দ্বারা তাম্রানে গুজরাট দেশের ডাকর নামক স্থানে লইয়া গমন করিয়াছিল, তথা ঐ মূৰ্ত্তি অদ্যপি আছে, তখপরে দ্বারকার ব্রাহ্ম ণের বহু পরিশ্রম দ্বারা তাহার পুতি মূৰ্ত্তি নিৰ্ম্মাণ পূর্বক স্থাপিত করিয়াছিলেন, কিন্তু তাহারদিগের দুর্ভাগ্যক্রমে সে বিগ্ৰহ ও প্রায় ১৩০ বৎসর হইল সমুদ্র পারে বেট উপদ্বীপে অর্থাৎ শম্ভুদ্বার স্থানে পলায়ন করিল, পুনৰ্বার সুক্ষণের তদ্বন্মৰ্বি সেই মন্দিরে স্থাপিত করিয়াছেন, তীর্থ যাত্রির এই মহাতীর্থে গমন পূর্বক আত্মশরীরে তথাকার কুঙ্কণ কর্তৃক উষ্ণ লৌহ দ্বারা শঙ্খ চক্রাদির চিহ্ন গ্রহণ করে, সে লৌহ ঈষদুষ্ণ প্রযুক্ত শরীরে কোন যাতন হয় না। ২৫৭ || দ্বিতীয়া lt বন্দেলখণ্ড পুদেশে নারওয়ার হইতে ২০ ক্রোশ পুবুদিগে দ্বিতীয় নামে এক নগর আছে, ইহার দীর্ঘ
পাতা:সন্দেশাবলি.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।