পাতা:সন্দেশাবলি.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( à 8 st ) ধুলপুর। আগর প্রদেশে আগর নগর হইতে ৪২ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে ও চম্বল নদী হইতে এক ক্রোশ মধ্যে সুলপুর নামে এক বৃহৎ নগর অাছে, এ নগরস্থ দুর্গ ও ঐ নামে খ্যাত হইয়াছে, ফাল্গুন মাসে ঐ চম্বল নদী স্বল্ল জল৷ হইয় এক ক্রোশের চতুর্থাংশের একা~শ নান প্রশস্ত হয়, এব^ দুর্গের নিম্ন ভাগে এই নদীর জল অত্যন্ত গভীর কিন্তু ধুল পুরের ৪ ক্রোশ উত্তরে কাইত্রী নামক স্থানের চম্বল নদীতে অল্প জল থাকে, অতএব তথাকার লোকের পদবুজে পারাবার হইতে পারে। ২৬০ ৷৷ ধেনঞ্জী৷ গুজরাটের প্রায়দ্বীপের প্রান্ত ভাগে দ্বারক সমৃক্ত ধেনঞ্জী নামক এক নগর আছে, এ নগর নিবিড় বন ও পৰ্ব্বত এবংs ভূমির নিষুেন্নত পুযুক্ত অতিশয় দুর্গম হইয়াছে, অতএব মাণিক নামক এক ব্যক্তি এ নগরের অধ্যক্ষ হইয়া ও এ স্থান পরিত্যাগ করিয়াছিল, নগরস্থ লোকের চৌর্য বৃত্তি করিয়া কাল যাপন করে, ই০২ ১৮০ ৭ বাপ ১২ ১৪ শালে কলনেল ওয়াকর সাহেব এ নগরাধ্যক্ষ ওয়াঘ মাণিকের সহিত সন্ধি করত ইহারদিগের দলু বৃত্তি পরিত্যাগ করাইয়। বরঞ্চ বিপদ গ্রন্থ লোকের সাহায্য করে, এমত স্বীকার করাইয়াছিল। ২৬ ১ ॥ ধোল । গুজরাটের প্রায়দ্বীপ মধ্যে ও কচ দেশীয় মহ নার নিকটে পুাচীর বেষ্টিত ধুেলি নামক এক বৃহৎ নগর আছে, ইহার অন্তঃপাতি স্থান নানাবিধ বৃক্ষ দ্বারা এব৯ তাহার চত দিগস্থ স্থান উদ্যান দ্বারা যদ্যপি পরিব্যাপ্ত তথাচ ਬੋਕੋ লোকের বসতি আছে, নগর মধ্য দিয়া যে এক নদীর জল 复