& 285 y নির্মক্ষ হইতেছে, সে জল অতিশয় নিৰ্ম্মল, এ স্থান নওয়া নগরের জামের অধিকার ভুক্ত আছে। ২৬২ ৷৷ নওয়ানগর l গুজরাট পুদেশে হালিয়ার স্থান সমূক্ত ও কচ দেশীয় মহনাৰু দক্ষিণ পূৰ্ব্ব দিগে বাণ২ ৩ ক্রোশ পরিসর নওয়ানগর নামক এক নগর অাছে, এ স্থান যে পুাচীর দ্বারা ৰেষ্টিত হইয়াছে, সে অত্যন্ত কঠিন নহে, লোকের ব্যক্ত করে, যে ৩০ ৱৎসর হইল, এই নগর নিৰ্ম্মিত হইয়াছে, এ স্থানে অনেক স্তন্ত্রবায় জাতির বসতি তাহার নানাবিধ বস্ত্র পুমুত করে, তন্মধ্যে যে এক পুকার অত্যুত্তম বস্ত্র হয়, সে এ স্থান হইতে কাfটওয়ারে এবণ তথা হইতে গুজরাটের নানা স্থানে পুেরিত হয়, এই ন ওয়ানগরে উত্তম রূপে বস্ত্র রঙ্গান হইয়া থাকে, এ জন্যে এ দেশ খ্যাত হঠয়াছে, এব’২ নগরস্থ কুষকের স্বীয় ২ ভূমির উপ২য় দুব্যের তৃতীয়া-১শের একাংশ রাজকর প্রদান করে, অতএব রাজ সম্পূর্ণর এক ব্যক্তি শস্যের মূল্য নিৰ্দ্ধাৰ্য্য করুণান্ধে তত্ত্বং কৰ্ম্মে নিযুক্ত আছে, তদ্ভিন্ন মনুস্য ও পশ্বাদির কর ও অাছে, এব০২ রা ওর ও এই নগরাধ্যক্ষ জামের আজ্ঞানুসারে কচ দেশে দেবনাগরীক্ষরে অঙ্কিত কোরেকস নামক এক পুকার ক্ষুদ্র অথচ সুন্দর রৌপ্য মুদু পুসুত হয়, সে বঙ্গ দেশীয় মুদুর তৃতীয়া-১শের একাংশ পরিমিত, অর্থাৎ তাহার ठिन মুদুতে ইহার এক মুদ্রার মূল্যের সমান হয়, ন ওয়ানগরের অধক্ষের যে জাম উপাধি সে পুরুষাণুক্রমে আছে, এ দেশে বাণিজ্যার্থে যে ২ জাহাজ আগত হইত, এই অধঃক্ষেরা তাহার ধনাদি অপহরণ করত অনিষ্ট করিত, কিন্তু ই-২ ১৮০৮ বা^ ১২১৫ শালে জেলাজির সহিত ই^লওঁীয়দিগের বোম্বের
পাতা:সন্দেশাবলি.djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।