পাতা:সন্দেশাবলি.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ »gፃ ) সৈন্যের সন্ধি হওয়াতে তাহানিবারিত হইয়া বরঞ্চ কোন জাহাজ বিপদগ্রস্ত হইলে তাহার রক্ষার্থে সাহায্য করবেন, এমত স্থিয় হইয়াছে, পরস্তু এই নগরের প্রাচীরের নিমু দিয়া নাগিনী নামে এক নদী গমন করিয়াছে ৷ ২৬ ত Iা - - नछिदावार ! मिल्लीद्राजा ७ क्षिी नाद्र रहेरठ se ক্রোশ উত্তর পূর্শ্ব দিগে এবণ২ হরিদ্বায় হইতে ২৫ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্ব দিগে নজিরাবাদ নামক এক নগর আছে, ইহার দৈর্ঘ্য প্রায় ১৮ ক্রোশ হইবেক, এ স্থানের পথ সকল প্রশস্ত, এব^ তাহাতে যথানুক্রমে স্থানে ২ স্তম্ভ আছে, ও তৎপাশ্বে স্বতন্ত্র ২ হট্টেতে পৰ্ব্বতীয় কাষ্ঠের ও বংশের ও লৌহের এবং তাণুের বাণিজ্য হয়, অপর এ স্থান লাহোর, কাবুল, ও কাশমীর অবধি হিন্দু স্থানের দক্ষিণ পূৰ্ব্বকোণ ও পূর্শ্ব দিগ পর্যন্ত তাৰদ্বাণিজ্য স্থানের মধ্যবৰ্ত্তীত্ব পুর্মুক্ত নজিৰ উদৌল। কাশীরের ও হিন্দু স্থানের বাণিজ্য এক স্থানে করুণাভিপুয়ে এ নগর নির্মাণ করিয়া ছিলেন, এই দেশের নিমু ভূমি, তখপযুক্ত তাহীর চতুদিগে বন্য জল উথিত হয়, এবং ইহার নিকটস্থ স্থানে বৃহদৃহৎ গৃহের চিহ্ন ও নগর মধ্যে নজিবউদ্দৌলার মৃতাগার আছে। ২৬৪৷৷ নন্দপুয়াগ ৷ উত্তর হিন্দুস্থানের শ্ৰী নগর প্রদেশে অলঙ্ক নন্দার সহিত নন্দাকিনী নাম্নী এক ক্ষুদ্র নদীর যুক্ত স্থানে নন্দ প্রয়াগ নামক এক তীর্থ স্থান আছে, সে তীর্থ সৰ্বপুয়াগ অপেক্ষ। শ্রেষ্ঠ, পূর্ঘকালে এ স্থানে এক ক্ষুদ্র গ্রাম ও এক দেবালয় ছিল, এই ক্ষণে সে গ্রামের চিহ্ন মাত্র ও নাই, কেবল সেই দেবালয়ের পুস্তর সকল ছিন্ন ভিন্ন হইয়। স্থানে ২ পতিত হইয়াছে, তথাপি যোগিরা তাহাতে এক দেবমূৰ্ত্তি স্থাপিত করিয়া পূজা করে, এব-২