( > d ? ) ভোসল আপন পিতা মাধঞ্জীর অনুমতানুসারে রাজ্য প্রাপ্ত হইয়। পিতার পরলোক গমনের পর অনেক কাল পর্য্যন্তু রাজত্ব করিয়াছিল, ই০২ ১৮০৩ বাণ ১২ ১০ শালে এই নাগ পুরের রাজা ই০২লঞ্জীয়দিগের বিপক্ষে দৌলতারাও সিন্ধিয়ার সহিত একত্র হইয়াছিল, কিন্তু আশাই ও আরগাম নামক স্থানে জেনেরেল ওএলিসলির যুদ্ধে পরাভৰ হইবার আশঙ্কায় সন্ধি প্রার্থনা করিলে কটক ও বালেশ্বর নগর ই০২লগুীয়দিগকে প্রদান করিতে হইল, নাগপুর নগর হয়দরাবাদ হইতে ৩২১ ক্রোশ, উজ্জয়িনী হইতে ৩৫০ ক্রোশ পূণ্যগ্রাম হইতে ৪৮৬ ক্রোশ, দিল্লী হইতে ৬৩১ ক্রোশ, মন্দিরাজ হইতে ৬৭৩ ক্রোশ, কলিকাতা হইতে ৭৩৩ ক্রোশ, এব০২ বোম্বে হইতে ৫ ৭৭ ক্রোশ অন্তর। ২৬১ ॥ নাগর l তানজোর দেশে ত্রাণকুইবর স্থানের ১৪ ক্রোশ দক্ষিণে নগর নামক এক নগর আছে, এ স্থান হইতে ফুস ও আমেরিক দেশে যথেষ্ট বস্ত্র প্রেরিত হইত, এবং ইহার পুস্তু দিগ হইতে মরিচ, গুবাক, কুন্দুরু, fিন, শুণ্ঠী ও বঙ্গ দেশীয় শোহাগ, এবং সি°২হল দেশ হইতে গুবাক, কাওয়া, আর fপনাণ২ হইতে মরিচ, গুবাক, কপূর, ও লৌহ ইত্যাদি নানা বিধ দুব্য আনীত হইয়া এ স্থানে বাণিজ্য হইত। ২৭০ ৷ নাগর ll আজমিয়ার পুদেশের পূর্ব দিগে রাজপুত জাতির নাগর নামক এক নগর অাছে, সে নগর অনেক পুধান লোকের অধিকার হওয়াতে বহু অংশে বিভক্ত হইয়াছে, তথ পুযুক্ত ইহার কোন বিশেষ বৃত্তান্ত ব্যক্ত নাই, এই নাগয় নগ রের অধিকারির সময়ানুসারেজয়নগরের রাজার প্রভূত্ব স্বীকার
পাতা:সন্দেশাবলি.djvu/১৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।