পাতা:সন্দেশাবলি.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( O යන ) , সে কোন কালে গঙ্গার সহিত যুক্ত ছিল, এব^ জল ঘূৰি কালীন অর্থাৎ বর্ষাকালে ঢাকা অবধি ১০০ ক্রোশ পর্যন্ত এই খাল দিয়া যে জল পথ হয়, তদার নাটুরে গমন করা যায়, কিন্তু জলের এতাদৃশ স্থিরতা যে নৌকা সকল এক ঘণ্টায় কদা চিথ এক ক্রোশের অধিক গমন করিতে পারে । ২৭৪ ৷৷ নারওয়ার 11 আগর প্রদেশে সিন্ধু নদীর দক্ষিণ পূর্ব দিগে নার ওয়ার নামক এক প্রাচীন রাজধানী নগর আছে, ই২ ১২৫১ বা ৬৫৮ শালে এ নগর জবনাধিকৃত হইয় পুনৰ্ব্বার ই০২ ১৫০১ বাes ১১৬ শালে এক হিন্দুরাজার অধীন হইয়। ছিল, পশ্চাখ ঐ রাজার নিকট হইতে সোলতান সেকন্দয় লোদি অধিকার করিয়াছিল, তাহার পর ই০১লগুয়ের প্রতিভূ হইয়। মহারাষ্ট্ৰীয়দিগের নিকট হইতে এ নগর ও ইহার দুর্গ রাজ অস্থাজিরা ওকে প্রাপ্ত করাইয়াছিলেন, তৎকালে তাবথ গ্রাম শুদ্ধ। এ নগরের সাম্বৎসরিক উপস্বত্ব ১০ ০০ ০০০ টাকা নির্ধারিত হইয়াছিল, কিয়দিবস পরে ই০২ লণ্ডীয়ের প্রাতিভাব্য অস্বীকার করিলে ই০২ ১৮১০ বা ২ ১২১৭ শালে দৌলখরাও সিন্ধিয়া এ নগর প্রাপ্ত হইল, তখন ইহার দুর্গ ভয়াবস্থা প্রাপ্ত হইয়। ছিল। ২৭৫ ৷৷ নারপুর। লাহোর রাজ্যে ও লাহোর নগর হইতে ৭৫ ক্রোশ উত্তর পুত্ব দিগে পৰ্ব্বতোপরি নারপুর নামক এক নগর আছে, তাহার উত্তর দিগে রেব নদী, পূৰ্ব দিগে চাম৷ নগর, পশ্চিম দিগে পঞ্জাবের ও বেয়া নদীর সমুথে হিন্দুজাতির কএক ক্ষুদ্র রাজ্য, এবং দক্ষিণ দিগে হরিপুর, এই নারপুরের २