পাতা:সন্দেশাবলি.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , ; 8 ) দক্ষিণ পূৰ্বদিগে যে এক বক্র বিল আছে, তাহার জল উত্তম, এবং উত্তর পশ্চিম দিগন্থ পৰ্ব্বতে স্থানে ২ শিশির স্বপমান থাকাঁতে তত্রস্থ শীতল বায়, দ্বারা এ নগরের গ্রীষের অতিশয় অল্পত হয়, ই২ ১৭৮৩ বাণ ১১১০ শালে এই নারপুর নগরে চারি লক্ষ টাকা উপস্বত্ব ছিল। ২৭৬ ৷৷ নারায়ণগঞ্জ ৷ বঙ্গদেশে ব্ৰহ্মপুত্র নদের শীতল লক্ষ্মী নামে এক শাখার পশ্চিম দিগে ঢাকা জালালপুর সমৃক্ত নারায়ণ গঞ্জ নামক এক নগর আছে, তথা লবণ, তামুকুট ও চূণ প্রভৃতি দুৰ্যের যথেষ্ট বাণিজ্য হইয়া থাকে, জল বৃদ্ধিকালে ইহার নিকট বৰ্ত্তী দেশ জলে মগ্ন হয়, এই নগরের চতুঃপাশ্ব স্থ গ্রামে যে সকল দুর্গের চিহ্ন আছে, সে তাবৎ মগ জাতির সহিত যুদ্ধকালে নিৰ্ম্মিত হইয়াছিল, নারায়ণগঞ্চের ও তাহার তাবৎ গ্রামে ১৫০০০ সহস্ৰ লোকের বসতি আছে, এব০ এ নগরের অল্প দূরে ব্ৰহ্মপুত্র পারে এক যাবনিক তথ আছে, তাহার নাম কদমরসুল, সে তদ্ধর্মাক্রান্ত লোকের অতিশয় পঞ্জনীয়, কারণ সে স্থানে কোন যবনিক দেবতার চরণ চিহ্ন আছে, যবনের ঢাকা হইতে এ নগরে গমন করত কিয়ংকাল বাস করে। ২৭৭ ॥ - নাহরিশঙ্কর ll তিবৃত রাজ্যে নাহরিশঙ্কর নামে এক দেশ আছে, তাহার দক্ষিণ দিনে হিমালয় পৰ্ব্বষ্ঠ শ্রেণী, ও উত্তর দিগে লাচক দেশ, ব্যক্ত আছে যে এ দেশীয় পৰ্বতে গন্ধক ও পান্ত জন্মে, এবণ ইহা নিম্ন স্থানের খাড়িতে সোহাগ মুখে পূৰ্বকালে লোকের বিবেচনা করিয়াছিল, যে এ দেশে হিন্দু স্থানের তাবৎ নদীর উৎপত্তি হইয়াছে, কিন্তু তাহার পর হিম লয় পৰ্ব্বত শ্রেণীতে গঙ্গার আরম্ভ ব্যক্ত হওয়াতে লে ಸ್ತ್ರದ ರ್ಸ್ತ fuয়াছে । ২৭৮৷৷