পাতা:সন্দেশাবলি.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Msti- ) দেশে ব্রাহ্মণ, ক্ষত্রীয়, নিয়ার, ধিনওয়ার ও মহাজী ইত্যাদি যে সকল জাতি আছে, তাহার অধিকা^শ লোক পৰ্ব্বতে বাস করে, তন্মধ্যে লুঙ্কিণ ও ক্ষত্ৰীয় জাতীয়ের রাজ্য শাসনাদি করে, ও সৈন্য কৰ্ম্মে নিযুক্ত থাকে, অপর জাতির কৃষি কৰ্ম্ম ইত্যাদি করে, কিন্তু নিয়ার জাতিরাই এ রাজ্যের প্রায় তাবৎ স্থানে কৃষি কৰ্ম্ম করিয়া থাকে, ইহার লাঙ্গল ব্যবহার না করিয়া কোন অস্ত্র বিশেষ দ্বার ক্ষেত্র প্রস্তুত করে, সে সকল ক্ষেত্রে ধান, গোধুম, কলয় ও উত্তম ফলকদাদ জন্মে, এব^কোন ২ ভূমিতে বৎসরমধ্যে দুই বার ধান্যোৎপন্ন হয়, এই নিয়ার জাতীয় স্ত্রী লোকের ভূমিতে শস্যাদির বীজ বপন করে, এব^ তাহার স্বেচ্ছানুসারে জারাসক্ত হইতে পারে, ও আল্লাপরাধে সেই উপপতির দিগকে ত্যাগ করিয়! থাকে, এই নিয়ারদিগের রীতি অাছে, যে তাহার তাপন ২ দেবতা সমীপে মহিষ বলিদান করিয়া তন্মাণsদ আপনারাই ভক্ষণ করে, নেপাল দেশে তামু ও উত্তম লৌহ জন্মে, আর এ স্থান হইতে যে স্বর্ণ বঙ্গদেশে প্রেরিত-হয়, সে এখানকার উৎপন্ন নহে, কিন্তু এ রাজ্য দিয়া যে খাল গমন করিয়াছে, তাহার কোন স্থানে অতি সূক্ষ্ম স্বর্ণ কণা সঞ্চিত হয়, নেপালীয়ের তিৰুত দেশস্থ লোকের নিকট হইতে সেই স্বর্ণ অানয়ন করে, পরস্তু যে পৰ্ব্বতের নামানুসারে এ দেশের নাম নেপাল হইয়াছে, সে পৰ্ব্বত্ত আণ্ডাকরি, এই নেপাল পৰ্ব্বত উত্তর দক্ষিণে দীঘে প্রায় ১২ ক্রোশ ও প্রস্থে ৯ ক্রোশ এষ- তাহার পরিলর ৫০ ক্রোশ হইৰেক, এ পৰ্ব্বতে লবণ ও যবক্ষার জন্মে, নেপাল দেশের দক্ষিণ দিগে অত্বাচ্চ এক পৰ্ব্বত ও পূর্ব পশ্চিম দিগে অনেক পৰত আছে, এব• উত্তর