পাতা:সন্দেশাবলি.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

י ( - כd ג ') দিগ শিবপুরী নামে যে এক বৃহৎ পর্বত আছে, তথা হইতে বাঘমতী ও বিষ্ণুমতী নদী আরম্ভ হইয়। এ দেশের মধ্যে দিয়া গমন করিয়াছে, এই শিবপুরী ও জীবজীবিয়া নামে এক পৰ্বত হিমালয়ের সহিত সংযুক্ত আছে, ঐ দুই পৰ্বতে অহরহঃ শিশির পতিত হয়, এবং চন্দ্রগিরি পকৃত হইতে নেপাল দেশের ভূমি ও গৃহাদি সকল নিবিড় রূপে দৃষ্ট হইয় থাকে ই-২ ১৩২৩ বা ৭৩০ শালে অযোধ্যার সূৰ্য্যৰণ২শীয় ৰাম দেধের লুলোভব সমরগড়ীয় রাজা হর লিxহ নামক এক ব্যক্তি নেপাল দেশের সমুদয় স্থান অধিকার করিলে ই> ১৭৬৮ বা^ ১১৭৫ শালের পর্যুকাল পর্যন্ত তৎপরিবারস্থ লোকের রাজত্ব করিয়াছিল, পরে ৪র্থ দেশের পৃথ্বীনারায়ণ রাজা কর্তৃক ঐ সূৰ্য্য বংশের শেষ রাজা রণজি খমল পরাভব হইয়া বারাণসে পলায়ন করত তথা পরলোক প্রাপ্ত হইলেন, এব^ ঐ পৃথ্বী নারায়ণ রাজা লোকান্তর গমন করিলে প্রতাপ লি’sহ ও বাহ দুরশাহ নামে তাহার দুই পুত্রের জ্যেষ্ঠ ঐ প্রতাপ সিংহ উত্তরাধিকারী হইয়া নেপালের দক্ষিণ পশ্চিম দেশ জয় করত রাজ্য বৃদ্ধি করিয়া ই• ১৭৭৫ বা ১১৮ং শালে পরলোক প্রাপ্ত হইল, তৎকালীন এ রাজ্যের অধীন ৪৬ ক্ষুদ্র রাজ্য ছিল, এই নেপাল রাজ্যে ঐ মৃত প্রতাপ সিংহের বিবাহিত স্ত্রী গর্ভজাত রণ বাহাদুর নামক পুত্র মাতৃ কত্রীস্থানুসারে উত্তরাধি কারী হইল, কিন্তু ইহার পিতৃব্য বাহাদুর শাহ সে তাবৎ অধিকার করিয়াছিল, ই^ ১৭৬১ বা ১১৭৬ শালে বঙ্গদেশ হইতে কাপ্তেন লেক এক দল সৈন্য সমভিব্যাহারে গুড়খালি রাজার বিপক্ষে গমন করত নেপালের পর্বতে উপস্থিত হইলে