পাতা:সন্দেশাবলি.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৬০ ) ; তথা পীড়িত হইয় অধিক দূর গমনে অসমর্থ প্রযুক্ত যুদ্ধ স্থগিত क्लि ।। १.५०७ ।। নেরিঞ্জাপেটা৷ কৈম্বিটুর প্রদেশের উত্তর দিগে কাবেরী নদীর পশ্চিম তীরে নেরিঞ্জাপেটা নামক এক ক্ষুদ্র নগর আছে, ইহার নিকটস্থ পৰ্ব্বত মধ্যে অনেক কৃষ্ণবর্ণ ভল্লক আছে তাহার প্রায় কাহার অনিষ্ট করে না, কেবল বলমীক কীট ও বনফল ভক্ষণ করিয়া থাকে, এ নগরে ঐ কাবেরী নদী জ্যৈষ্ঠ মাসের শেষাবধি বৃদ্ধি হইতে আরম্ভ হইয় ১৩ আষাঢ় পর্যন্ত বাড়িয়া ভাদু মাস পর্যন্ত সমভাবে থাকে, এব^ তাহার পর অবধি হাস হইতে আরম্ভ হইয়। যদ্যপি মাঘ মাসে অত্যন্ত স্বল্পজলা হয়, তথাচ লোকের পদ বুজে পারাবার হইতে পারে না । ২৮৭ ॥ নেলোর ৷ কর্ণাট রাজ্যে পানীর নদীর দক্ষিণ দিগে ১০০০ সহস্র হস্তান্তর নেলোর অর্থাৎ নীলবর নামে এক নগর আছে, এ নগর ও অঙ্গল নগর হইতে যথেষ্ট লবণ স্থানান্তরে প্রেরিত হয়, এই উভয় স্থান ও পালান দেশের পশ্চিমা-২শ কর্ণাট হইতে বিভক্ত হইয়া মান্দরাজের অধীন হইয়াছে, ই০২ ১৭৫৭ বাপ ১১৬৪ শালে কলনেল ফোর্ড সাহেবের অধিকার হইলে নেলোর নগর দীঘে ২৪০০ হস্ত পুস্থে ১২০০ হস্ত পরিমিত ছিল, এব^ তাহার চতুৰ্দিগস্থ মৃন্ময় প্রাচীরে পুস্তরের এক বৃহৎ দ্বার ছিল, কিয়দিবস পরে ঐ কলনেল ফোর্ড পুধান যোদ্ধা হইয়াও এ স্থানের যুদ্ধে ক্ষন্ত হওয়াতে কর্ণাটের নবারের ठाथिदाद्री हड्रेग्ना श्रृंनfiद्र हे०० ১৮০১ বা^ ১২০৮ শালের সন্ধি দ্বারা ইসলগুীয়দিগকে পুত্যপণ করিল, ই^ ১৭৮৭ বা