( ১৬ ১ ) ১১১৪ শালে এই নগরের নিকটবৰ্ত্তী স্থানে এক কৃষক আপন হলাগ্র ইষ্টকে বন্ধ হওয়াতে সেই স্থান খনন করত এক দেবী লয়ের প্রকাশ পাইল, এব^ তন্মধ্যে রোমেন অক্ষরাঙ্কিত ই০২ ২০০ শালীয় মুদ্র প্রাপ্ত হইয়। সেই মুদ্রার অল্পাংশ বিক্রয় করিয়াছিল, এব^ তাহার ৩০ মুদ্র ই^লণ্ডায়ের প্রাপ্ত হইয় ছিলেন, সে মুদ্র অতি সুদৃশ্য ও উত্তম স্বর্ণে নিৰ্ম্মিত। ২৮৮৷৷ নেহান ৷ দিল্লী রাজ্যের উত্তর পূর্বদিগের ও শ্রীনগরের কিয়দ৭২শে নেহান নামক এক দেশ আছে, ইহার পূৰ্ব্ব দিগে যমুনা, এই নদী এখানে চৈত্র মাসে গঙ্গার ন্যায় প্রশস্ত হইয়া থাকে, এ দেশের তাবৎ স্থানে বন ও পৰ্ব্বত, তৎপুযুক্ত বোধ হয়, যে এ স্থানে কদাচ কৃষি কৰ্ম্ম হয় না, এবং এ স্থানবিধি বিলাস পুর পর্যন্ত যে উচ্চ পৰ্ব্বত আছে, তাহার ভগ্ন স্থান দিয়া পৰ্ব্ব তীয় জল নিয়ে পতিত হইতেছে, অপর নেহান দেশে ভদেশীয় কোন প্রধান লোকের অধিকার ছিল, কিন্তু সিকজাতির ও নেপা লের গুড় থালীয়ের বল দ্বারা অধিকার করিয়াছিল। ২৮১ ॥ নৈঋত্তম tা তিবৃত দেশে নৈঋত্তম নামে এক বৃহৎ রাজ্য আছে, ইহার দক্ষিণ দিগস্থ হিমালয় পৰ্ব্বত শ্রেণী দ্বারা হিন্দু স্থানের ও বুক্ষপুত্র নদের সহিত এ রাজ্য পৃথক হইয়াছে,এ স্থানে ঐ নদের নাম শাণপু তথা অনেক তীর্থ পর্যটনকারী যোগিগণের পুায় সমাগম হইয়া থাকে, আর নেপালীয় গুড় খালী রাজ্যের দক্ষিণ দিগ হইতে এ রাজ্যের যে স্থানে বাণিজ্য হয়, সেই স্থান পর্যন্ত ই^লণ্ডীয়রা কখন গমন করেন নাই, অপর চিন দেশীয় বাদশাহের রাজ্যাধীন তিবৃত দেশের
পাতা:সন্দেশাবলি.djvu/১৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।