পাতা:সন্দেশাবলি.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( る sb ) পাৰ্চিটী, ছোট নাগপুর, পালামৌ, ও রামগড় প্রভৃতি স্থান পরিমাণ করিয়া ২১৭৩২ ক্রোশ স্থির করিয়াছিলেন, ঐ তাবৎ স্থানের সাম্বৎসরিক রাজস্ব ১৬১২ ১৬ টাকা উৎপন্ন হইত, পাচিটীর জল ও বায়, অতি মন্দ কোন কালে এস্থান বঙ্গদেশের পশ্চিম সীমা ছিল। ৩০ ২। পাটনা !! বাহার প্রদেশে গঙ্গার দক্ষিণ দিগে পাটনা নামক এক বৃহৎ রাজধানী নগর আছে, বর্ষাকালে এ স্থানের গঙ্গার ৫ ক্রোশ প্রশস্ত্য হওয়াতে পরপার দৃষ্ট হয় না, এতন্নগ রস্থ তাবৎ লোকের প্রায় অপকৃ গৃহ এব^ যে অল্প শ°২থ্যক ইষ্টকালয় আছে, সে তাৰ অপরিস্তুত থাকাতে শোভাহীন হইয়াছে, আর হিন্দুস্থানের রীত্যনুসারে নিৰ্ম্মিত যে পুাচীর ও দুর্গ দ্বারা এ নগর বন্ধ ছিল, সে ও বহুকাল হইল ভগ্ন হই য়াছে, কিন্তু এ অতি ধনাঢ্য নগর ও তথা অনেক লোকের বসতি আছে, এব^ এ নগরের লোক স°১থ্য পুকৃত রূপে নিশ্চয় হয় নাই, অনুমান হয়, যে ১৫০০০০ স^থ্যকের নূ্যন হইৰেক না, উক্ত নগরে নানা প্রকার সূক্ষ্ম বস্ত্র ও লোমজ বস্ত্র ও চিত্রিত বস্ত্রও কেনবিশ প্রভৃতি পুস্তুত হয়, এবং এ স্থান হইতে যথেষ্ট শোর কলিকাতায় ও অন্য ২ স্থানে পুেরিত হইয় থাকে, আর পাট নার যে স্থানে ইংলণ্ডীয়দিগের বাণিজ্যাগার ছিল, তথা দুই শত বন্ধি লোক অবস্থান করিত, ই^ ১৭৬৩ বা ১১৭০ শালে মিরকাসিমের অধীন জেরমেন জাতীয় এক ব্যক্তি তাহারদিগকে নষ্ট করিলে মেজর আদমের অধীন ই-লণ্ডীয় সৈন্যেরা অব্যাজে গমন করিয়া এ নগর অধিকার করিল, তৎকালাবধি ই^লণ্ডীয় দিগের অধীনে আছে, এ নগর কলিকাতা হইতে মোরসোদ