পাতা:সন্দেশাবলি.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , ) টাঙ্গা করিয়া শুলু প্রদান করেন এব৯ বঙ্গদেশ হইতে বিস্তর আফিম ও ইউরোপ হইতে লৌহ প্রভৃতি নানা প্রকার দুব্যাদি ঐ আiচীন দেশে প্রেরিত হইয়া থাকে, উক্ত দেশে মালাই জাতীয় দ্যুদিগের আতিশয় দৌরাত্ম্য আছে । ১১ ৷৷ তাজমের l৷ হিন্দুস্থান মধ্যে আজমের নামক এক নগর অাছে, ইহার উত্তর দিগে মুলতান ও দিল্লী, দক্ষিণ দিগে মালোয় ও গুজরাট, পূবুদিগে দিল্লী ও আগরা, পশ্চিম দিগে সিন্ধুদেশ, এই নগরের তাবৎ গ্রাম যুদ্ধ উত্তর দিগ হইতে দক্ষিণ দিগ পর্যন্ত দীর্ঘতা ১৭৫ ক্রোশ ও পুস্থত। ১১০ ক্রোশ তন্মধ্যে অনেক বসতি কিন্তু পথসকল অপুশস্ত ও অপরিয়ু,ত, শাহজাহান কর্তৃক এই স্থানে যে রাজগৃহ নির্মিত হইয়াছে তদ্রুপ সুন্দর গৃহ কুত্ৰাপি দৃষ্ট হয় না তভিন্ন খাজা মৈনদীনের এক পুসিদ্ধ সমাজ আছে সে ও শ্বেত সঙ্গমরমর পুস্তর দ্বারা নির্মিত কিন্তু গঠনের সৌন্দর্য নাই, এ স্থান হইতে অগির ১ ১৫ ক্রোশ তত্ৰাপি ইহাৰ মাহাত্ম্যাধিক্য হেতুক আগর হইতে আকবর,শাহ বাদ শাহের পরিবারের এই স্থানে আগমন পূরক কামনা করি তেন, এবং এ নগরের ৪ ক্রোশান্তরে হিন্দুদিগের পুমুর নামক এক তীর্থস্থান আছে। এই নগরে পুথমতঃ অম্বাজি নামে মহারা ফ্রায়ের অধিকার ছিল পরে তাহার মৃত্যু হইলে তাহার ভুত। বালারা ও অধিকারী হইলেন, এব০১ আকবর শাহ বাদশাহের পুত্র জাহাঙ্গীর বাদশাহ এ নগরে কখন ২ রাজ কমু করিতেন, পরে ই০২ ১৬১৬ বা ১০২৩ শালে ই০১লগুহইতে সর তামস রে। প্রেরিত হইয়। এই নগরে এক বাণিজ্যাগার স্থাপি ত করিয়া ছিলেন। আজমের নগর দিল্লী হইতে ২৩০ কুেশ উজ্জয়িনী হইতে ২৫৬ ক্রোশ, বোম্বে হইতে ৬৫০ ক্রোশ এবং কলিকাতা হইতে, ১০৩০ ক্রোশ অন্তর । ১২ ৷