( , , , ) দৌরাত্ম্যনিবারণার্থেই^ ১৬৮২ বা^ ১০৮১ শালে মহারাষ্ট্রীয় শযুী এ নগরের সাথে এক দুর্গ নির্মাণ করিয়াছিলেন, এইক্ষণে তাহীর চিহ্ন মাত্র অাছে ॥৩০৭ ॥ - পানহ। শ্রীনগর প্রদেশে নেপাল রাজ্যাধীন পানহ। নামে এক নগর অাছে, এই নগর এক পৰ্ব্বতের নিম্ন স্থান হইতে ৬৬ হস্ত উচ্চ ভূমির উপর স্থাপিত, ও ইহার ৬ ক্রোশ দক্ষিণ দিগে ধলপুরে শিশার ও তামের খনি আছে, তাহার সাম্বৎ সরিক কর ৪০ ০০ টাকা উৎপন্ন হইয়া থাকে, এব^ তথাকায় সমল ধাতুকে পরিষ্কার করণে ন্যুনাধিক দুই তিন সহস্ৰ লোক তৎকর্মে নিযুক্ত আছে, তদ্ভিন্ন উক্ত নগরের ৮ ক্রোশ উত্তর দিগে ঐ পৰ্ব্বতের নিকটস্থ নাগপুরে যে সকল তামুের আকর আছে, সে তাবৎ শ্রীনগর পূদেশস্থ সকল আকর স্থান হইতে উত্তম, কিন্তু সে স্থান রাজধানী পুঘুক্ত এবং নেপালীয় গুড়খালি রাজার অনৰধারণ নিমিত্তে ঐ আকর স্থানের যথাযোগ্য কৰ্ম্ম হয় না । ৩০৮ ॥ পানী !! আলাহাবাদ প্রদেশে চাতরপুরের ৩০ ক্রোশ দক্ষিণ পূৱ দিগে ঘাট নামক পৰ্বত শ্রেণীতে রহুতাস অবধি অাজমেরের সীমাতীত স্থান পর্যন্ত পান নামক এক নগর আছে, ঐ পৰ্বত শ্রেণীস্থ কালিগুর নামক স্থান হইতে পান। নগর ২০ ক্রোশ অন্তর, ইহার নিকটবৰ্ত্তী স্থানে পুসিদ্ধ হীরকের এক অাকর স্থান আছে, আকবর সাহের রাজ্য কালীন তাহাতে আট নয় লক্ষ টাকা উৎপন্ন হইত, এব৯ বন্দেল খণ্ডের ভূম্যধি কারির ঐ খনির রাজকর পুদান করত হীরার বাণিজ্য করিত, ই^ ১৭৫০ বা ১১৫৭ শালে চতুর্শাল রাজা ঐ হীরক
পাতা:সন্দেশাবলি.djvu/১৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।