পাতা:সন্দেশাবলি.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ४ १ ९ ) খনিতে ৪০ ০০ ০০ চারি লক্ষ টাক বৎসরিক কর প্রাপ্ত হইয়া ছিলেন, উক্ত নগরে আলি বাহাদুর নামক মহারাষ্ট্রীয় এক ব্যক্তি শেষ রাজত্ব করিয়াছিল। ৩০১ । পানিপত ৷ দিল্লি প্রদেশে ও দিল্লি নগরের ৫০ ক্রোশ উত্তর পশ্চিম দিগে প্রায় ৪ ক্রোশ ব্যাপিয়া পানিপত নামে এক নগর আছে, পূৰ্ব্বকালে ইহার চতুদিগে যে প্রাচীর বেষ্টিত ছিল এইক্ষণে স্থানে ২ তাহার চিহ্ন মাত্র আছে, ও নগরাভ্যন্তরে কোন ফকিরের সাহসরিফউদ্ধিন আৰ আলি কলিন্দর নামক এক জীবনিক দেবালয় আছে, অন্য ২ স্থান হইতে লবণ, সূত্রবস্তু, ও নানাবিধ শস্যা দি এ নগরে অনীত হইয়া থাকে, ও ইহার পাশ্ববৰ্ত্তা তাবৎ গ্রামে চিনি পুসুত হইয়া স্থানান্তরে প্রেরিত হয় উক্ত নগরে দুইবার যদৃিশ ঘোরতর যুদ্ধ হইয়াছিল, হিন্দুস্থানের কোন স্থানে তদ্রুপ কদাচিৎ হইয়া থাকিবেক, ই^ ১৫২৫ বা" ৯৩২ শালে এ নগরের পুথিমিক যুদ্ধে সোলতান বাবরের সৈন্য গণের দ্বারা পাঠান জাতি এব্রেহেমলোদি বাদশাহ হত হই লেন, ও তাহার সৈন্যরা পলায়ন করিল, এই কালে লোদির ব৯শ ধূ~স হইয়া মোগল জাতীয় তৈমুরের ব^শোদ্ভবদিগের রাজারম্ভ হইল, ই২ ১৭৬১ বা ১১৬৮ শালে দ্বিতীয় যুণ্ডে যবন জাতীয় সৈন্যের সহিত কাবোলের আহমুদ শাহ আব দালি বাদশাহের অধীন মহারাষ্ট্রীয় সদাশিব ভৌয়ের যুদ্ধারম্ভ হইয়া সেই বৎসরের স^গ্রাম স্থগিত হইলে জবনদিগের পক্ষে কিঞ্চিৎ শুভিত বিবেচিত হইয়াছিল, পশ্চাৎ জননের তাম্বুস্থ মহারাষ্ট্রীয় সৈন্যদিগের খাদ্য দুব্যাদির বিষয়ে পুতিরন্ধকাচরণ করিলে তাহার পুনৰ্বার স^গ্রামে পুবৰ্ব হইয় পুতঃকালা