পাতা:সন্দেশাবলি.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * * 8 ) ৰক্তী কালিঞ্চর পর্বতে গিয়া বাস করে, সে পৰ্ব্বত অতিশয় উচ্চ ও অনেক দূর হইতে দৃষ্ট হয়, এবণ তথা গমন নিমিত্তে এতাদৃশ এক গুহ্য পথ আছে, যে বিজ্ঞাত লোক ভিন্ন অন্য কেহ কোন মতে সে পৰ্ব্বতারূঢ় হইতে পারে না, পায়কর দেশের প্রধান অধ্যক্ষের নাম পুঞ্জাজী, এই ব্যক্তি কর্তৃক পুস্তর ময় এক দেবমূৰ্ত্তি স্থাপিত আছে, তদুর যথেষ্ট রাজকর উৎপন্ন হয়, এই মূৰ্ত্তি প্রায় দুই হন্ত পরিমিত এব০২ বঙ্গদেশ হইতে আনীত হইয়াছে। ৩১১৷৷ পারনেলা ৷ বিজয়পুর প্রদেশে পারনেল নামে এক নগর অাছে, এ নগর মহারাষ্ট্র দেশের তাবৎ স্থান অপেক্ষ অ৷ রোগ্য দায়ক, ই২ ১৭ ০ ১ বাণ ১১০৮ শালে ই০১লওঁীয় লোক কর্তৃক সর উইলেম নরিস এই নগরে বাণিজ্য করণের অনুমতি গ্রহণ নিমিত্তে আওরঙ্গজেব বাদশাহের নিকট দূতরূপে পুেরিত হইয়। উক্ত বাদশাহের সৈন্যাগারে আগমন পূৰ্ব্বক ৰাস করত, কাৰ্য্য সাধন নিমিত্তে বিবিধ সন্ধান করিয়া ও ফলোৎপাদন না হওয়াতে বিষন্ন হইয়া পুত্যাগমন করিলেন, তদ্বিষয়ে ই^ল গুীয়দিগের ৬৪০ ০০০ টাকা ব্যয় হইয়াছিল, তথকালে ঐ বাদ শাহ এই পারনেলা নগয়ে বাস করতেন । ৩১২ ৷ পারসনাথ l৷ বাহার ও বঙ্গদেশের মধ্যস্থ পৰ্ব্বতে, পরি পারসনাথ নামে এক দেবমূৰ্ত্তি আছে,মেজর রেনেলসাহেব আপন দেশ নিরূপণ পত্রে এই পরীতকে সামেত সিচারা নামে ব্যক্ত করেন, এ স্থানে নানা দূর দেশীয় তীর্থ পুদর্শকের আগমন করে, জেন জাতীয় লোকেরা এই মূৰ্ত্তিকে ত্রয়োবিন্২শতি অবতার কহে ও অতিশয় মান্য করে, কারণ তিনি এই জাতির সৃজন