পাতা:সন্দেশাবলি.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৭ ৬ ) ইহার উত্তর দিগে রহুতাশ দেশ, পশ্চিম দিগে গণ্ডওয়ান রাজ্যের নানাগ্রাম, পূৰ্ব দিগে বামগড়, ইহার আর এক প্রধান নগরের নাম জয়নগর এ দেশে যথেষ্ট লৌহ জন্মে, এব০২ তথা কোন বৃহৎ নদী নাই কিন্তু খাড়ি আছে। ৩১৭ ॥ পালার ৷ মহীসুর দেশে নন্দি দুর্থ স্থানের পকৃত মধ্যে ও পোনার নদীর নিকটে পালার নামে এক নদীর উৎপত্তি হইয়াছে, এ নদী মহীসুর ও কর্ণাট দেশ দিয়া গমন পূবুক সাদু নামক স্থানের নিকট সমুদ্রে পতিত হইতেছে, ইহার দীর্ঘতা সৰু শুদ্ধ ২২০ ক্রোশ হইবেক । ৩১৮ | পালিঘাট ৷ মালাবার প্রদেশে শ্রীরঙ্গ পত্তন হইতে ১১০ ক্রোশ দক্ষিণ দিগে পালিঘাট নামক এক নগর অাছে, হায়দর বাদশাহর মালাবার দেশ জয় করণ কালীন এ নগরের দুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল, এই দুর্গের চতুদিগে নানা হউ ও গ্রাম এৰ বহু শ^খ্যক বসতি আছে, কিন্তু সে তাবতের বিশৃঙ্খলতা প্রযুক্ত ইহাকে প্রায় নগর বোধ হয় না, এ নগরের কিয়দংশে নিবিড় বন আছে, তথা লোকালয় নাই, এবণ২ সেই বন দিয়া পানিয়ানি নদীর নানা শাখা গমন করিয়াছে, বর্ষাকালে সেই সকল শাখা দিয়া এতাদৃশ বৃহৎ কাষ্ঠ সমুদ্ধে আনীত হয়, যে হস্তী গণ দ্বার। সেই কাষ্ঠ জল হইতে উদ্ধার করাইতে হয়, ই২ ১২১২ বাণ ৬১১ শালের সন্ধিদ্বারা টীপু শাহ পালিঘাট নগর ইesল গুীয়দিগকে পুদান করে তৎকালে ৩৫২০০০ মুদ্র ইহার উপ স্বত্ব ছিল । ৩ ১১ ৷৷ পাহরি। তিবৃত দেশের দক্ষিণাংশে ও ভূতানের সীমার নিকট প্রস্তর নির্মিত পাহরি নামক এক দুর্গ আছে,