পাতা:সন্দেশাবলি.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( » ፃ ግ ) তাহার নামান্তরদ্ধয় পারিজঙ্গ ও পারিসদঙ্গ, ইহার গঠন সূদৃশ্য নহে, কিন্তু অতিশয় পুসিদ্ধ, এব^ ইহার উত্তর পশ্চিম দিগে বৃহৎ উপনগর, দক্ষিণ দিগে পুসিদ্ধ এক জলাশয় আছে, উক্ত দুর্গে পাহরিলাম নামে এক ব্যক্তি বসতি করেন, তিনি এ স্থানে সামান্য রূপে গণ্য অর্থাৎ এক দেবালয়ের অধ্যক্ষ এব০২ কোন পৰ্বতস্থ কতিপয় স্থানের ও বনের অধিপতি, শীতকালে সেই বন মধ্যে দীর্ঘ লোমস বন্য গে সমূহের সমাগম হয়, তাহার দিগের লাঙ্গলে ও অতিশয় লোম হইয় থাকে, তভিন্ন এই বনে কালসার যথেষ্ট দৃষ্ট হয়, অপর পাহরি দুর্গে এবং চুমুলারি পৰ্বতে ক্রমাগত শিশির পতিত হওয়াতে অতিশয় শীত বোধ হয়, তন্নিমিত্তে এই দুর্গের নিকটস্থ গ্রামে গোধূম পকু হয় না, তথাচ পশ্বাদির অtহারের নিমিত্তে তথাকার লোকের তাহার চাল করিয়া থাকে, ঐ চুমুলারি পবৃত বঙ্গ দেশীয় রাজমহল ও পূর্ণিয় হইতে দৃষ্টি গোচর হইয়া থাকে, ইহার গঠন অতিশয় সুদৃশ্য, এব^ উক্ত দুর্গের নিকটস্থ পৰ্বতে ও তাবৎ ক্ষেত্র ভূমিতে হরিণ কালসার, খরগোল, ও যাহার লোম দ্বারা শাল বস্ত্র প্রস্কৃত হয় সেই ছাগ, এব^ গো সকল ও নানা প্রকার পক্ষী আগমন করে, কিন্তু কথিত আছে, যে এ স্থানে হিমের অতিশয় ] হেত্তক উক্ত পশু পক্ষী সকল অনাবৃত স্থানে থাকিলে অবশ্যই নষ্ট হয়, ই ১৭১২ ৰাণ ১১১১ শালে চিন দেশীয় লোকের তিবৃত দেশের দক্ষিণা৯শে জুতান রাজ্যের নিকটে এক সৈন্যাগার স্থাপিত করাতে বঙ্গদেশীয় লোকের সহিত এই দুর্গের উত্তর রাজ্যের যে বাণিজ্য ছিল, সে বন্ধ হইয়াছিল ৷ ৩২০ ৷৷ 玄