পাতা:সন্দেশাবলি.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ኔ ግ > ) পুণf it বিজয়পুর প্রদেশে মহারাষ্ট্রীয় পেসওয়ার পুণ্য নামে এক রাজধানী নগর আছে, এ নগর ঘাট নামক পৰ্বত শ্রেণীর ৩০ ক্রোশ পূৰ্বদিগে ও বোম্বাই হইতে ১০০ ক্রোশ এৰ^সমুদ্র তাঁর হইতে ৭৫ ক্রোশ অন্তর হইবেক, পুণ্য নগরের নামের যাদৃশ গৌরব বস্তুত তদ্রুপ নহে, কেননা ইহার ব্যাস ং ক্রোশ এৰ পারিপাট্য রূপে স্থাপিত নহে, ও অনাবৃত স্থান অর্থাৎ কোন প্রাচীর দ্বারা ৰদ্ধ নাই, এ স্থানে কাষ্ঠ নিৰ্ম্মিত বৃহৎ ং অনেক গৃহ আছে, কিন্তু ইষ্টকালয় সকল অতিশয় অনু ভম যেহেতু বৃষ্টিপাত দ্বারা তাহার চুণকাদি ক্ষত্তিইয় পড়ে কিন্তু তথা যে হট্ট আছে, তাহাতে তাৰথ দুব্যাদি সুলভ, এ নগ রের প্রাচীন রাজপুরী অতিশয় উচ্চ ও প্রশস্ত প্রাচীর দ্বার। ৰেষ্টিত, সেই পুচিীরে চারি মন্দির আছে, কিন্তু গমনাগমনের নিমিত্তে এক পথ ভিন্ন পদ্ধান্তর নাই, উক্ত পুরীতে পেল ওয়ার মাতা স্বপরিবারে বাস করেন, অভিন্ন নগরের মধ্যে তাহার আর এক বাস স্থান আছে, পাৰ্ব্বতী পৰ্ব্বত হইতে এই নগর ও ইহার উদ্যান ও ভূম্যাদি এব" সঙ্গম নামক স্থানের ই^লণ্ডীয়দিগের সৈন্যাগার দৃষ্ট হয়, আর এই পৰ্ব্বতের নিমু ভাগে প্রাচীর বেষ্টিত এক প্রশস্ত চতুষুেণি স্থান আছে, পেসওয়ার রাজা প্রতি বৎসর বর্ষকালে সেই স্থানে ব্রাহ্মণ ভোজন করান, এই পুণ্য নগরে মুত্তানদী মুলানদীর সহিত একত্র হইয় ৰিশেষ ং অন্তরে ভীম ও কৃষ্ণ নদীতে যুক্ত হইয়াছেন, বর্ষাকালে ঐ নদী দিয়া ভারতবর্ষের পশ্চিম সীমাবধি ৭৫ ক্রোশ অন্তর বঙ্গ দেশের মছনাতে নৌকা গমন করিতে পারে, অপর পূণ্য নগ্নর যেমত বৃহৎ ভক্রপ তাহাতে লোকের বাহুল্য নাই, কিন্তু এক লক্ষের অধিক হইবেক, পূৰ্ব্বকালে দশহরা পঙ্গার সময়ে মহা