পাতা:সন্দেশাবলি.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( هنا لا ) রাষ্ট্রীয় ভাগ্যবান লোকের বিস্তুর মনুষ্য সমভিব্যাহারে এই নগরে সমাগত হইয়া উৎসব করণান্তর ধনাপহরণ নিমিত্তে নিকটবৰ্ত্তী সকল গ্রামে গমন করিত, তৎকালে তাহারা শত্র, মিত্র বিশেষ জ্ঞান না করিয়া ধনাদি গ্রহণে প্ৰবৰ্ত্ত হইত, পুণ্য নগর হয়দরাবাদ হইতে ৩৮৭ ক্রোশ, উজ্জস্ক্রিনী হইতে ৪৪২ ক্রোশ, নাগপুর হইতে ৪৮৬ ক্রোশ, দিল্লী হইতে ১১৩ ক্রোশ, কলিকাতা হইতে নাগপুর দিয়া গমনে ১২০৮ ক্রোশ আন্তর । ৩২৩ ॥ - প্রমথ lী উত্তর হিন্দুস্থানের ভূতান রাজ্যে চাঙ্গু নদীর পূৰ্ব্ব দিগে পুনাথ নামে এক নগর আছে, এ স্থান ভূতান রাজ্যের তাৰথ স্থান অপেক্ষ উত্তম, তৎপ্রযুক্ত দক্ষিণ দেশীয় নানাবিধ বৃক্ষ আনীত হইয়। অজ্জিত হয়, এ নগরে দেব রাজার বসতি আছে । ৩২৪ ॥ পুন্দরপুর। বিজয় পুর প্রদেশে মহারাষ্ট্রীয় দেশের বিমলা নদীর উত্তর তীরে ও পুণ্য নগরের ৮৬ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্ব দিগে পুন্দরপুর নামে এক নগর আছে, এ বৃহৎ নগর নহে, কিন্তু সমান ভূমির উপরে উত্তম রূপে স্থাপিত, ইহার পথ প্রশস্ত এব-২ তাবহ ভাগ্যবান মহারাষ্ট্রীয়দিগের উত্তম ২ গৃহ দ্বারা এ নগরের শোভা বৃদ্ধি হইয়াছে, তন্মধ্যে পেসওয়ার ও তকোজী হুলকরের গৃহ সৰ্ব্বোৎকৃষ্ট, তভিন্ন নানাফরনাবেসির, রান্তিয়ার, পরুষরাম ভৌএর ও লিন্ধিয়ার ও তাহার মাতার এব^ অন্য ২ লোকের বিস্তর প্রধান ২ গৃহ আছে, এ নগরের প্রধান হটে স্বদেশীয় শস্য ও বস্ত্ৰাদি এব^ ইউরোপীয় নানাবিধ দ্রব্য প্রাপ্য হয়, পুবুকাল বধি এ স্থানে এক বিষ্ণু মূৰ্ত্তি স্থাপিত আছে, এব^ ইহার দক্ষিণ । দিগে উত্তম বন ও এক জলাশয় অাছে। ৩২৫ ॥