পাতা:সন্দেশাবলি.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 〉レ〉 ) পুরষনার ॥ গুজরাটের প্রায়দ্বীপের দক্ষিণ পশ্চিম ভাগে পুরবন্দর নামে এক নগর আছে, এ স্থানে লৌহ প্রস্তুত করণার্থে বৃহৎ গৃহ আছে, ই^ ১৮০৮ বা ১২১৫ শালে উক্ত নগরের রান সরনজী ও কোএর হালাজীর সহিত বোম্বাই অধি পতির সন্ধি হওয়াতে এই স্থির হইয়াছিল, যে এই উভয় স্থানের লোকদিগের পরল্পর বাণিজ্য হইবেক, তাহাতে কাহার উপর কেহ দুষ্টাচরণ করিবেন না । ৩২৬ ৷৷ পুষ্কর ৷ আজমিয়ার প্রদেশে ও আজমিয়ার নগর হইতে ৪ ক্রোশ অন্তর পুস্তুর জলাশয় নামে এক পুসিদ্ধ জীৰ্থ আছে, তাহার নামানুসারে তখতীরস্থ নগরের নাম ও পুস্তুর হইয়াছে, এ নগরে ঐ পুস্তুর তীর্থের নিকট এক ক্ষুদ্র সুগঠিত পুচীিন মন্দিরে মনুষ্যের ন্যায় দীর্ঘকায় এবং চতুরানন বিশিষ্ট যোগাসনোপ বেশিত বুস্কার এক পুতি মূৰ্ত্তি আছে,তভিন্ন সেই স্থানে নানা দিগ্‌ দেশীয় রাজাগণ কর্তৃক অনেক ক্ষুদ্র ২ দেবালয় স্থাপিত হইয়াছে, এবং শ্রীকৃষ্ণের তৃতীয়াবতারের মূৰ্ত্তি যে এক সৰ্ব্বোচ্চ প্রধান মন্দিরে স্থাপিত ছিল, সেই মন্দির আওরঙ্গজেব বাদশাহ কর্তৃক ধুস্ত হইয়া এইক্ষণে তাহার চিহ্ন মাত্র দুষ্ট হয়, এই পুস্তুর নগর দুই খণ্ডে বিভক্ত সে উভয় খণ্ডে ৭০০ ঘর ব্রাহ্মণ বাস করেন, এ স্থানে আকবর বাদশাহের শিক্ষক বায়রাম ঐ কর্তৃক এক জাবনিক দেবালয় স্থাপিত আছে, তাহার নির্মাণার্থে যত গুস্ত রের আবশ্যক হইয়াছিল, সে তাবৎ প্রায় সাত ক্রোশ অন্তরস্থ এক খনি হইতে খনন করিয়া আনীত হইয়াছে। ৩২৭ ৷ পূর্ণিয় ll বঙ্গদেশে এক বৃহৎ দেশ ও তাহার এক প্রধান নগর পূর্ণিয়া নামে ব্যক্ত আছে, ইহার উত্তর দ্বিগে নেপালীয় মোড়ণ পৰ্বত, দক্ষিণ দিগে মুঙ্গের ও রাজমহল, পূৰ্ব দিগে