পাতা:সন্দেশাবলি.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( \l-O ) রেকে ভাষাগৃহাদি ভগ্ন করত, পুজাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিল, তৎকালে উক্ত নগর বালী ধৰ্ম্মাধ্যক্ষ ও রাজকর্মকারী এব^ লুন্থী লোক সকল ঐ বাদশাহের মহোপৰে কুিষ্ট হইয়। তঙ্গ ও মার তাহান ও তানোমিয়ন দেশে পলায়ন করিয়াছিল, কিন্তু বৰ্ত্ত মান রাজ মিন্দুয়াজী প্রায় ই- ১৭১০ বা ১১১৭ শালে সেই সকল পলায়িত পুজাদিগকে স্বদেশে আনিয়া উত্তমাবাস স্থান পুদান করিলেন, ও অনেকের গৃহাদি স্বীয়ৰীযে নির্মাণ করিয়া দিলেন, এই পুজার যে স্থানে বসতি করিল, তাহার নাম নূতন পেগু নগর হইল, এই নুতন নগর রাঙ্গুন হইতে ১০ ক্রোশ অন্তর এৰ^ তাহাতে ৭০০০ হাজার পুজা আছে, এই নগরের তাবৎ পথ প্রশম্ভ ও পুাচীন পেণ্ডর ভগ্ন গৃহাদির ইষ্টক দ্বারা গ্রথিত, এৰণ নগরস্থ তাৰ লোকের গৃহ কাষ্ঠ ও ব-শাদিদ্ধার নিৰ্ব্বিত, সুতরা অগ্নিদাহের আশঙ্কাতে পুত্যেক গৃহের নিকট একটা উচ্চ বঁাশ আছে, সেই বাশে বদ্ধ এক গাছ লৌহ শৃঙ্খল গৃহের সহিত এতাদৃশ রূপে যুক্ত থাকে, যে তাহ আকৃষ্ট হইৰ মাত্র সেই গৃহ পতিত হয়, তাহাতে অল্পায়াসেই অগ্নি নিৰ্ব্বাণ করিতে পায় যায়, দ্বিতীয়তঃ অগ্নি নিৰ্ম্মাণ নিমিত্তে কতিপয় লোক নিরন্তর পুৰুত আছে, তাহার রাত্রিযোগে ও সৰ্ব্বত্র অবলোকন করত ভূমণ করে,উক্ত নগরস্থ লুমেদুর মন্দির অতি সুদৃশ্য ও ২৪০ হন্ত উৰ্দ্ধ, তথাকার ব্রাহ্মণের কহে যে এ মন্দির ২৩০০ বৎসর হইল নিৰ্ম্মিত হইয়াছে, এই নগরের অনেক বিগ্রহ অমরাপুরের নিকটস্থ স্থানের পাষাণ দ্বারা স~গঠিত এৰ স্বর্ণ রৌপ্য ও দারুময় অনেক বিগ্রহ ও আছে, এই নুতন পেশুর চতুৰ্গিস্থ গ্রামে কৃষি কৰ্ম্ম অল্প হয়, এব^ লোকের বহুবিধ পশ্বাদি পুতি পালন করে কিন্তু দুগ্ধ কিম্ব মা^স পানাহার কয়ে না, কয়