( »boጭ ) আকবর বাদশাহের স্ত্রী গর্ভবতী হইয় এক পুত্রোৎপাদন করিয়া ছিলেন, তাহাতে ঐ যোগির সম্মানার্থে এই জাত বালকের নাম ও সলিম সন্তস্থাপিত হইল, পশ্চাৎ তিনি হিন্দুস্থানের সি^হ। সনোপবেশন করিলে জাহাঙ্গির বাদশাহ নামে খ্যাত হইয়া ছিলেন । ৩৩৫ ৷৷ ফরকাবাদ । আগর প্রদেশে যে স্থানে গঙ্গা ও যমুনা নদী সন্মীলন পূৰ্ব্বক এক বাহিনী হইয়াছেন, তাহার নিকটে অথচ গঙ্গার পশ্চিম তীরে অযোধ্যার নবাবের রাজ্য মধ্যৰৰ্ত্তী ফরকুাবাদ নামে এক ক্ষুদ্র দেশ আছে, প্রায় ১০০ বৎসর হইল, পাঠান জাতি কর্তৃক এ দেশ স্থাপিত হয়, ঐ পাঠানের উক্ত নবাবকে কর প্রদান করত কর্তৃত্ব করিত, কিন্তু ই ১৮০১ বা ১২০৮ শালে ঐ দেশ ই০১লণ্ডয়র অধিকার করাতে ঐ কর ই০১লণ্ডীয় দিগকে পুদান করিতে হয়, ই-২ ১৮০২ বা ১২০১ শালে ঐ দেশে ১৮০ ০০০ টাকা উপস্বত্ব হইয়াছিল, ইণSলণ্ডীয়দিগের অধিকারের পুককালে এ দেশ অতিশয় ঔৎপাতিক ছিল, প্রায় সবুদ মনুষ্য সকল নষ্ট হইত, তন্নিমিত্তে তথাকার লোকের। সায়ন্তকালের পরে গৃহের বহিদেশে গমন করিতে অত্যন্ত শঙ্কা করিত কিন্তু ই^লওঁীয়দিগের অধিকার হওয়াতে এ দেশের ঐ সকল দুৰ্বাত্মা হন্তারকের শাসিত হইয়াছে। ৩৩৬ ॥ ফলত ৷ বঙ্গদেশে গঙ্গার পূৰ্ব তীরে ফলত নামক এক বৃহৎ গ্রাম আছে, এ স্থান কলিকাতা হইতে দক্ষিণ পশ্চিম দিগে সমরেখায় ২০ ক্রোশ অন্তর কিন্তু জলপথে গঙ্গার বক্রত পুযুক্ত অধিক দূর হইতে পারে, এ স্থানের জলমগ্ন মৃত্তিক হইতে নিঃক্ষিপ্ত নঙ্গর উত্থিত করণ অতি দুস্তুর তন্নিমিত্তে সমুদ্রের স্রোত ও তরঙ্গ ভয়ে অনেক জাহাজ এ স্থানে রক্ষিত হয়। ৩৩৭ ৷৷
পাতা:সন্দেশাবলি.djvu/১৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।