পাতা:সন্দেশাবলি.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( >brb ) रेकङादात् ॥ अप्याथn প্রদেশে লক্ষ্মেী হইতে ৮০ ক্রোশ পূৰ্ব দিগে ও গগর নদীর দক্ষিণ তীরে ফৈজাবাদ নামে এক নগর আছে, শুজাউদৌলার রাজ্যকালে এ নগরে তাহার রাজধানী ছিল, পরে তাহার পুত্র এ স্থানের রাজকৰ্ম্ম লক্ষুে নগরে স^স্থাপন করিল, ঐ ফৈজাবাদে অদ্যাপি শুজাউ দৌলার গৃহ ও এক দুর্গের ভগ্ন চিহ্ন আছে, এ নগর অতি বৃহৎ এব-২ এ স্থানে যথেষ্ট বসতি অাছে, কিন্তু প্রায় তাবতেই দৈন্য, যৎকালীন এ স্থানের রাজকীয় কৰ্ম্ম লক্ষ্মেী নগরে স্থাপিত হইল, তৎকালে নগরস্থ ভাগ্যলান লোকেরা ও সেই স্থানে গিয়া বাস করিল, এই ফৈজাবাদ নগরের এক পাশ্বে অযোধ্যা, তথা শ্রীরামচন্দ্র রাজ্য করিয়ছিলেন। ৩৩৮ ৷৷ বক্সার ৷ বাহার দেশে গঙ্গার দক্ষিণ পূৰ্বদিগে সাহ বাদ নগর সমৃক্ত বক্লার নামক এক নগর আছে, ইহার দুর্গ বৃহৎ নহে, এবণ এইক্ষণে তাহার হাসাবস্থা হইয়াছে, ই-> ১৭৬৪ বাণ২ ১১৭ ১ শালে এ নগরে ই০২ লণ্ডীয়দিগের সর হেকুর মনরোর অধীন সৈন্যরা আসফউদৌলার সহিত যুদ্ধ করিয়া জয়ী হইল, তাহাতে পরাভূত সৈন্য সকল এ নগর হইতে পল৷ য়ন করত কতিপয় সৈন্য এক নালাপার হওনে জলমগ্ন হইল, এব^ অল্পবিশিষ্ট সৈন্যরা পরল্পর অস্ত্রাঘাত দ্বারা কাল পুপ্তি হইল, এ নগর বারাণসী হইতে ৭০ ক্রোশ, কলিকাতা হইতে মোরিসদাবাদ দিয়া গমনে ৪৮৫ ক্রোশ, কিন্তু বীরভূমি দিয়া গমনে ৪০৮ ক্রোশ হইবেক । ৩৩৯ ৷৷ বগলানী ৷ আওরঙ্গাবাদে মহারাষ্ট্রীয়দিগের রাজ্য মধ্যে বগলানা নামক এক বৃহদেশ আছে, তথা অনেক পৰ্ব্বত তথাচ মধ্যে ২ অনেক উৰ্ব্বর ভূমি ও আছে, এ স্থানের তাবৎ