পাতা:সন্দেশাবলি.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( $}>> ) দুর্গ পৰ্ব্বতোপরি স্থাপিত এব^ তথাকার লোকের অতিশয় বলবিশিষ্ট তৎপ্রযুক্ত বোধ হয় যে দক্ষিণ দেশস্থ মোগল জাতীয় কোন বাদশাহ কর্তৃক এ স্থান প্রকৃত রূপে জিত হয় নাই এ স্থানের প্রধান নগর চাণ্ডিয়ার, তারাবাদ, ও ইঙ্গা, এ সকলের প্রশ^সাসূচক কোন বৃত্তান্ত নাই, তথা যে সকল নদী আছে, সে তাবৎ ক্ষুদ্রা, আওরঙ্গজেব বাদশাহ এই নগরের রাজাকে অতি শয় শাসন করিয়া ও রীতি ক্রমশঃকর গ্রহণ করিতে পারেন নাই, ই• ১২১৬ বাণ১ ৭০৩ শালে আলাউদ্বিন বাদশাহের রাজ্য কালীন এ নগরে প্রথম জীবনাধিকার হয়, পরে ই^ ১৫০০ বা ১০৭ শালে কোন রাজ কর্তৃক এ নগর শাসিত হইত, তিনি আহমদ নগরের নিজানসাহ কুলোদ্ভবকে কর প্রদান করিতেন, তৎপরে উক্ত নগরে দিল্লীর বাদশাহ গণের নাম মাত্র অধিকার হইয়াছিল, পরে মহারাষ্ট্রীয় শিবজী অধিকার করিল। ৩৪০। বঙ্গদেশ ৷ ভারতবর্ষ মধ্যে বঙ্গদেশ নামে এক প্রসিদ্ধ দেশ আছে, ইহার উত্তর সীমা ভূতান ও নেপাল দেশ, দক্ষিণ সীমা বঙ্গদেশীয় সমুদ্র মহনী, পূৰ্ব্ব সীমা অাশাম ও আবা রাজ্য, পশ্চিম সীমা বাহার দেশ, যদ্যপি মেদিনীপুর এই দেশ মধ্যে সূত হয়, তবে ইহার দীর্ঘ পরিমাণ ৩৫০ ক্রোশ এব০২ প্রস্থ ৩০০ ক্রোশ হয়, আবুল ফজল কর্তৃক ব্যক্ত আছে, যে যৎকালীন উড়িস্যা রাজ্য বঙ্গদেশ ভুক্ত ছিল, তৎকালীন দীর্ঘ ৪৩ ক্রোশ ও প্রস্থ ২০ ক্রোশ অধিক হইয়াছিল, এ দেশের অন্তঃপাতি ২৪ সরকার ও ৮৭ খণ্ড আছে, ঐ ২৪ সরকারের নাম এই ২ ঔদম্বর অর্থাৎ টাণ্ডা, জেনতাবাদ, ফতেবাদ, মহম্ম দাবাদ, খলিফাবাদ, ৰোকল, পৰ্ণিয়, তাজিপুর, গোরাঘাট, পিঞ্জার, বারবকাবাদ, বাজুহা, স্বর্ণগ্রাম, শ্রীহট্ট, চট্টগ্রাম, সরিফাবাদ, সলিমাবাদ,