পাতা:সন্দেশাবলি.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( : ఎ రి ) সপ্তগ্রাম, মাদরণ, জলেশ্বর, ভদুক, কটক, কল^ডনপত, রাজি মাহিন্দ্র, তন্মধ্যে জলেশ্বরাদি পাঁচ সরকার উড়িস্য ভুক্ত, উক্ত ব্যক্তি আইন আকবরীতে উড়িলা ও কটক ৰঙ্গদেশ ভুক্ত লিথিয় ছিলেন, ইহা ঐ ২৪ সরকার দর্শন প্রমাণে প্রামাণ্য হয়, এই দেশ ও ইহার নিকটবৰ্ত্তী বাহার দেশ এই উভয় দেশের বিস্তার ১৪১২১৭ ক্রোশ কিন্তু বারাণসী শুদ্ধ একত্র করিলে ১৬২০০০ ক্রোশ হইবেক, অনেকানেক বিজ্ঞ লোক দ্বারা পরিমিত হইয়। নিশ্চয় জানা গিয়াছে, যে ঐ সমুদয় ভূমির ২৪ অ^শের ৩ অ^শ নদী ও খাল, এব^ মরু ও নির^শী ভূমি ৪ অ^শ, নগর গ্রাম, ও রাজপস্থা ও পুষুরিণী ইত্যাদি ১ অsশ, নিযুর ভূমি ৩ অন্১শ, ক্ষেত্র ভূমি ১ অ^শ, পতিত ভূমি ৪ অণsশ, পূৰ্ব্ব কালে এই দেশে যত ভূমিপতি ছিল, তাহার। প্রায় তাবতেই কায়স্থ জাতি, তৎকালে এ স্থানে ১৪১৬৬ ১৪৮২ টাকা রাজকর উৎপন্ন হইত, এ দেশের মধ্যে যে স্থান বঙ্গ অথবা বাঙ্গালী নামে থ্যাত সে স্থান গঙ্গার বন্যাতে পুীবিত হয়, এবম্বিধ এই বঙ্গ দেশস্থ যে সকল ভূমিতে বন্য জল উত্থিত হয় সেই সকল ভূমি উৰ্ব্বর হইয় তাহাতে যথেষ্ট ধান্য জন্মে, সেই ধান্য তাবৎ দক্ষিণ দেশে প্রেরিত হইয় থাকে, এর ২ উক্ত দেশের স্থানে ২ শিশির পতিত হইয়। শস্যের পক্ষে অত্যন্ত উপকারক হয়, এ দেশে ধান্য, যব গোধূম, কলয়, মটর, তিল, মসীনা, সর্ষপ, প্রভৃতি শস্য এব^ নারিকেল, নীল, তৃতফল, পোস্ত বৃক্ষ, তামু কট, চিনি ইত্যাদি যথেষ্ট উৎপন্ন হয়, উক্ত শস্য সকল রোপণ দির বিশেষ ২ সময় নিৰ্দ্ধারিত আছে অর্থাৎ কৃষকের এক বৎসরে দুই বার ধান্য প্রাপ্তীচ্ছাতে এক প্রকার ধান্য বর্ষকাল মধ্যে প্রাপ্ত হইতে পারে এমত বিবেচনা করিয়া উপযুক্ত সময়ে