পাতা:সন্দেশাবলি.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১২ ) যোগ দ্বারা যে গণনা করিয়াছিলেন তাহাতে বারাণসী শুদ্ধ ২৭০ ০০ ০০ ০০ কোটি লোক নিশ্চয় হইয়াছিল, পরন্তু কালিক ওমর আপনার রাজত্ব কালীন মোগল ভিন্ন বঙ্গ দেশস্থ তাৰ লোকের পুতি কর নিদ্ধাৰ্য্য করিয়াছিল, এবণ হিন্দুস্থানের কোন ২ বাদশাহ হিন্দুর জবন ধৰ্ম্মাবলম্বী নহে, এই নিমিত্তে কেবল হিন্দু জাতীয় মনুষ্যের পুতি রাজস্ব স্থির করিয়াছিল, কিন্তু আকবর বাদশাহ তাহ নিবারণ করেন, তখপরে আওরঙ্গজেব বাদশাহ হইয়া পুনৰ্ব্বার তদ্রুপ কর গ্রহণে যত্ব করিয়াছিলেন তাহ সফল হইল না, এবণ২ কোন ২ বাদশাহ ব্ৰাহ্মণ তপস্বী ভাট কবী ভিক্ষুক ও রাজকর্মকারী প্রভৃতি লোকদিগকে অনেক ভূমি নিষুর রূপে দান করিয়ছিলেন, ই^ ১৭১০ বা ১১৯৭ শালের পূৰ্ব্বে বঙ্গদেশে যত টাকা রাজস্ব নিরূপিত ছিল, তাহার অৰ্দ্ধেক টাকা রাজশাহী বৰ্দ্ধমান দিনাজপুর, নদীর বীরভূমি ও কলিকাতা এই কএক স্থানে স~গৃহীত হইত, ইদানী-২ উক্ত দেশ বাকরগঞ্জ বীরভূমি বৰ্দ্ধমান চট্টগ্রাম হুগলি যশোহর ময়মন সি°২হ মোরসিদাবাদ নদীয় রাজসাহী রঙ্গপুর পূর্ণিয় শ্রীহট ত্রিপুর ও চৰ্বিশ পরগণা এই পঞ্চদশ খণ্ডে বিভক্ত হইয়াছে, এই সকলের মধ্যে কলিকাতা মোয়সিদাবাদ ও ঢাকা এই তিন পুসিদ্ধ নগর এবশ এই দেশে হুগলি ভগবানগোল নারায়ণগঞ্জ কাসিমবাজার নদীয় মালদাহ মঙ্গলঘাট ইত্যাদি পুধান ২ বাণিজ্য স্থান আছে, বঙ্গদেশের শেষ রাজা লক্ষ্মণ সেন, তাহার রাজধানী নবদ্বীপে ছিল, ই২ ১২০ ৩ বাণ২ ৬ ১০ শালে দিল্লীর বাদশাহ কতৰদিনের রাজাকালে তাহার আজ্ঞানুসারে মহম্মদ বক্রিয়ার খিলজী বঙ্গদেশ জয় করণার্থে আগমন করণ। নন্তর কৃত কার্য হইয়া লক্ষ্মণ সেনকে রাজ্য হইতে বহিষুরণ