পাতা:সন্দেশাবলি.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( )ぬ8 ) এবিসিনীয় ক্রীত দাস এব^ কাফু জাতীয় মনুষ্যদিগকে সৈন্য কৰ্ম্মে নিযুক্ত করিতেন, ই২ ১৪৭৪ বা ৮৮১ শালে উক্ত বাদশাহের পুত্র আপন পিতৃব্য দ্বারা রাজ্য পুপ্তি হইল, ই২ ১৪৮২ বাণ ৮৮১ শালে ফতেশাহ বাদশাহ হইলে তাহার মুস্কযুক্ত অর্থাৎ ছিন্ন পুস্ত ভূত্যেরা তাহাকে নষ্ট করত এক জন দেশাধিপতি হইয়। শাহজাদী নামে খ্যাত হইল, এই ব্যক্তি আট মাস রাজ্য করিয়া ই০২ ১৪১ ১ বাণ ৮১৮ শালে গুপ্তাঘাতে নষ্ট হইল, এই বৎসরে ফিরোজ শাহ হাবসি নামক এক জন ক্রীতদাস আপন পুত্রের বাহুবলাশুয়ে বঙ্গদেশ অধিকার করিল, ই০২ ১৪১৪ বাণ ১০ ১ শালে মহমুদ শাহ বাদশাহ হইলে তাহার মন্ত্রী তাহাকে নষ্ট করত ই০২ ১৪১৫ বাes ১০ং শালে আপনি সিংহাসনাভিরুঢ় হইয়া কোন যুদ্ধে কাল প্রাপ্ত হইল, এই ব্যক্তি অতিশয় নির্দয় ও দুরাত্মা ছিল, ইa ১৪১১ বাণ ১০৬ শালে সৈয়দহোসেন শাহ বাদশাহ হইয়। এবিসিনিয়ার সৈন্যদিগকে পদচ্যুত করাতে তাহারা দক্ষিণ দেশে ও গুজরাটে গমন পূৰ্ব্বক সিদিশ নামে খ্যাত হইল, এব০২ এই বাদশাহ কামরুপ ও অাশাম দেশের যুদ্ধে পরাভূত হইয়া অতিশয় অপমান গ্রস্তু হইয়াছিলেন, ইহার পুত্র নসিরথ সাহ ই^ ১৫২০ বা ২ ১২৭ শালে উত্তরাধিকারী হইয়া আপনার পুতন্ত রহিত ভৃত্যগণ কর্তৃক গুপ্তাঘাতে হত হইল, পশ্চাৎ তাহার পুত্র ফিরোজ সাহ সেই সি০২হানে উপবেশন করত তিন মাস রাজ্য করিলে তাহার পিতৃব্য তাহার পুণে নষ্ট করিল, ই^ ১৫৩৩ ৰাণ ১৪০ শালে মহমুদ শাহ দেশাধিপতি হইয়া ই-> ১৫৩৮ বাণ ১৪৫ শালে আফগান জাতীয় সেরশাহ কর্তৃক রাজ্যচ্যুত হওয়াতে বঙ্গ দেশের স্বাধীন বাদশাহের পরিশেষ