{ c ) হওয়াতে আহমদশাহ আবদালি এইদেশাধিকারপর্বক বহুকাল পর্য্যন্ত রাজ্য করিয়া ই• ১৭৭৩ বাণ ১১৮০ শালে পরলোক প্রাপ্ত হইল, কিন্তু ইহার রাজাকালে মহারাষ্ট্ৰীয়েরদিগের প্রাদু ভাব হওয়াতে তাহারা যবনজাতি বাদশাহদিগকে হিন্দুস্থ নহই তে বহিষ্কৃত করিল, তৎপরে আহমদশাহ আবদলির পুত্র তৈমুর শাহের রাজ্য হইয়া অল্পকালের মধ্যে লাহোরদেশ শিখ জাতির পুতি অপিত করিতে হইল, এব০২ এই বাদশাহ ১১ বৎসর রাজ্য করিয়া ই ১৭১২ বা ১১১৯ শালে মৃত্যুপুপ্তি হইলেন, তদন স্তর ইহার জ্যেষ্ঠ পুত্র হুমাউনবাদশাহ হিরাত ও কান্ধার রাজ্য প্রাপ্ত হইলেন, আর কনিষ্ঠ পুত্র জেমনশাহ কাবোল ও আফগান স্থান ও কাশ্মীর ও মুলতানদেশপুাপ্ত হইলেন পরে এই জেমনশাহ আপন জ্যেষ্ঠভূতি সুমাউন বাদশাহের দুই চলুরুৎপাটন করিয়া তাহাকে রাজ্যচ্যুত করিলে ই ১৭১৬ বা ১২০৩ শালে সে বাদশাহ ২৩০০০ অশ্বাৰাঁড় সৈন্য সমভিব্যাহারে লাহোর প র্যন্ত আগমন করত হিন্দুস্থান মধ্যে লোকেরদিগকে সশঙ্কিত করিয়াছিলেন, ই-২ ১৮০২ বা ১২০৯ শালে মহমুদশাহ নামক আর এক ভুতাকর্তৃক ঐ জেমনশাহও রাজ্যচ্যুত ও চক্ষুরুৎপাটিত হইয়াছিলেন, ই২ ১৮০১ বা ১২ ১৬ শালে শুজাউলমুলক ইহার এক ভুত তাহাকে রাজ্যহইতে বহিষ্কৃত করিল, তৎপরে আফগানদিগের রাজ্য বিররণ আর কিছু ব্যক্ত নাই, কেবল ই০২ উক্ত শালে আফগান জাতীয় মহ খুঁদ । কাশীরে স্বাধীন রাজ্য করিয়াছিল। ১৬ ৷৷ আম্বর ll আজমের পুদেশে জয়পুরের পুচিীন এক রাজধানী নগর আম্বর নামে ব্যক্ত আছে, লে ১ ১০০ বৎসর হইল স্থাপিত
পাতা:সন্দেশাবলি.djvu/২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।