( \o o ) ১৭১৩ যা ০ ১ ২০০ শাল পর্যন্ত রাজ্য করিলেন, ইহার রাজ্য কালে ভূম্যাদির আইন রচনারম্ভ হইয়া লার্ড টেনমৌথ কর্তৃক সমৃর্ণ হইল, এব^ মার কুইস ওএলিসলি সেই আইন সৰ্ব্বত্র প্রচার করিলেন, এই ব্যক্তি ই০২ ১৭১৮ বাণ২ ১২০৫ শালের বৈশাখ মাসে ভারতবর্ষে আগমন করিয়া ৭ বৎসর ৫, মাস পরে মন্দিরাজ হইতে ই০২লণ্ডে গমন করিলেন ই-২ ১৮০ ১ বা^ ১২০৮ শালের পূৰ্ব্বকালে অযোধ্যার নবাব ই০১লণ্ডীয় দিগকে যে কতিপয় দেশ প্রদান করিয়াছিলেন, সে তাব থ কলিকাতাধ্যক্ষ দ্বারা শাসিত হইত, তৎকালে বঙ্গ বাহার ও উড়িস্যা এব^ আলাহাবাদের ও বারাণসীর নিকটস্থ দেশ সকলের কিয়দ ১২শ তভিন্ন মোগলদিগের রাজত্বের উন্নতি কালে মোড়-২ পৰ্ব্বতের ও কোচবেহারের কিয়দ°২শ ও অন্যান্য দেশ প্রভূতি যাহা মোগল রাজ্য ভুক্ত ছিল সে সমুদয় স্থান কলিকাতা ভূক্ত হইয়াছিল, ই-২ ১৮০৫ বাণ। ১২১২ শালে উক্ত মার কুইস ওএলিসলি পুনৰ্ব্বার কলিকাতায় আগমন পূৰ্ব্বক বার। ণসীর নিকটস্থ গাজিপুর নামক স্থানে কাল প্রাপ্ত হইলেন, পরে সরজর্জ হেনরিবারলে সেই পদে নিযুক্ত হইয়াছিলেন, ই০ ১৮০৭ বা ০ ১২১৪ শালে লার্ড মিন্টে বঙ্গদেশের শাসনকর্তা হইয়া ই০ ১৮১৩ বা ০ ১২২০ শালে ই০ লণ্ডে গমন করিলেন ও তৎপদে আরল আফ ময়র নিযুক্ত হইয়াছিলেন। ৩৪১। বদুল 1 অযোধ্যার উত্তর নামবিচ্ছিন্ন বটুল নামক এক ক্ষুদ্র দেশ আছে, ইহার উত্তর দিগস্থ পৰ্ব্বত ও নিবিড় বন দ্বার নেপালের গুড়থালি রাজার রাজ্য হইতে এ দেশ পৃথক হই য়াছে, ই০ ১৮০১ বা ০ ১২০৮ শালে অযোধ্যার নবাবের সহিত মারকুইস ওএলিসলির সন্ধি হওয়াতে ই০লণ্ডীয়দিগকে বটুল দেশ অপিত হইয়াছে ৩৪২ ৷
পাতা:সন্দেশাবলি.djvu/২১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।