পাতা:সন্দেশাবলি.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ० १ ) তাহারদিগের বণ২শোদ্ভবের ক্রমাগত ভোগ করিতেছিল, অব শেষে পরিবার মধ্যে পরম্নরের বিরোধোৎপত্তি হওয়াতে সকলে ছত্র ভঙ্গ হইল, অনন্তর ই০ ১৮০৪ বা^ ১২ ১১ শালে এই দেশ ই^লণ্ডীয়দিগের রাজত্বাধীন হইয় বারাণসী ভুক্ত হইয়াছে | ৩৪৪ ৷৷ ববুরার সিন্ধু প্রদেশে হয়দরাবাদ হইতে লকপত বন্দরে গমনের পথের সন্নিকটে অথচ লকপত বন্দরের ২৪ ক্রোশ উত্তর দিগেরণ নামক স্থানের সম্মুখে ববুরার নামক এক গ্রাম আছে, এ গ্রাম অত্যন্ত মরু ও লবনায়ু তৎপুযুক্ত গ্রীষ্মকালে তথা কার লোকেরা স্থানান্তরে গমন করে, এই গ্রামের দেড় ক্রোশ উত্তর দিগে নিৰ্ম্মল জল বিশিষ্ট এক জলাশয় আছে। ৩৪৫ ৷ বয়বজিয়ী ৷ বঙ্গদেশে গঙ্গার পূৱ দিগে ব্যবজিয়া নামক এক ক্ষুদ্র নগর আছে, এ নগর কলিকাতা হইতে দক্ষিণ দিগে ১০ ক্রোশ আন্তর কিন্তু জল পথে গঙ্গার বক্রতা প্রযুক্ত পুয়ে দ্বিগুণ দূর হইবেক, সিরাজ উদৌল্লার রাজাকালে এ নগর সমৃক্ত যে এক দুর্গ ছিল, ই২ ১৭৫৬ বা ১১৬৩ শালে এডমিরেল ওয়াটসন ও কলনেল কুইব তথা গমন করিয়া পুথমতঃ তাহার এক দিগ ভগ্ন করিলেন, এবং পর দিবস পুত্যুষ সময়ে যুদ্ধ করি বেন, এমত মানস করত তথা বাস করিলেন, কিন্তু রাত্রিকালে ষ্ট্রেহন নামক এক ব্যক্তি ই^লণ্ডীয় নাবিক মদিরামন্ত হইয়া ঐ দুর্গের ভগ্ন স্থানে গমন করিয়া পিস্তলের শব্দ করিল, তাহাতে দুৰ্গস্থ সৈন্যেরা শত্ৰ, দলের আগমন অনুভব করিয়া তথা হইতে পলায়ন করিল। ৩৪৬ ৷৷ বরাহ নগর l৷ কলিকাতার ৩ ক্রোশ অন্তরে বরাহ নগর নামে এক ক্ষুদ্র নগর অাছে পূৰ্ব্ব কালে এ স্থানে পোস্তু