পাতা:সন্দেশাবলি.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ९ ०७ ) গীশ জাতির বসতি ছিল, ও ওলন্দাজদিগের অধিকার হইয়। ছিল, এব^তথা এক প্রকার মোটা বস্ত্র পুস্তুত হইত। ৩৪৭ ॥ বদ্ধ মান ৷ বঙ্গদেশে বদ্ধমান নামক এক দেশ আছে, তাহার উত্তর দিগে বীরভূমি ও রাজশাহি, দক্ষিণ দিগে মেদিনী পুর ও হুগলি, পূৰ্ব্ব দিগে গঙ্গা, পশ্চিম দিগে মেদিনীপুর ও পাচিটী, ই০১ ১৭৮৪ বাণ ১১১১ শালে মেজর রেনেল পরি মণি দ্বারা সকল বন শুদ্ধা বৰ্দ্ধমানের ব্যাস ৫ ১৭৪ ক্রোশ স্থির করিয়াছিলেন, তন্মধ্যে পুায় ৩২৮১ ক্রোশ ভূমিতে লোকালয় আছে ও কৃষি কৰ্ম্ম হয়, এ দেশে নানাবিধ শস্য তুলা, রেশম, নীল, ও চিনি যথেষ্ট জন্মে, আর সূত্র ও রেশম মিশ্রিত যে এক প্রকার বস্ত্র পুস্কৃত হয় সেই বস্ত্র ইহার নানাগ্রামে চলিত আছে, ই-> ১৭২২ বাণ২ ১ ১২১ শালে এই দেশ কিরাত চাদ নামক এক ক্ষত্ৰীয় পুপ্তি হইয়াছিলেন, তিনি বৰ্দ্ধমানের রাজাদিগের আদি রাজা, এই বদ্ধমানে কোন দুর্গ নাই কিন্তু পূৰ্ব্বকালে মহারাষ্ট্রীয় দিগের দৌরাত্ম্য নিবারণাথে যে সকল দুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল এইক্ষণে স্থানে ২ তাহারদিগের চিহ্ন আছে, ই• ১৭৮৪ বাণ২ ১ ১১১ শালে ই°১লওঁীয়ের এই দেশের রাজস্ব ৪৩৫৮১২৬ টাক এবণ ই০১ ১৭১০ বাণ২ ১ ১১৭ শালে ৩২০ ০০ ০০ লক্ষ টাকা পুপ্তি হইয়াছিলেন, এ দেশের পুধান নগর বদ্ধমান বিষ্ণুপুর, ও ক্ষীরপায়ী এব^ প্রধান নদের নাম দামোদর ও পুধান নদী গঙ্গা, ই২ ১৮০২ বা ১২০১ শালে উক্ত দেশে ১৭৮০০০০ মনুষ্য গণনা করত ১৫ অsশ হিন্দু ও একাংশ জবন স্থির করা গিয়াছিল। ৩৪৮ ৷৷ বলোচস্থান ৷ সিন্ধু নদীর পশ্চিম দিগে বলোচস্থান নামে এক বৃহৎ দেশ আছে, ইহার উত্তর দিগে পারস্য দেশীয়