পাতা:সন্দেশাবলি.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ० 8 ) কাস্কার ও সিস্তান নগর, দক্ষিণ দিগে সমুদ্র, পৰ্ব্ব দিগে সেকার পুর ও সিন্ধিয়ার প্রদেশ, পশ্চিম দিগে মেকরান নগর, ঐ দেশে জাল ওয়ান, সারওয়ান, জক, মেকরান, লস, ও মচ ইত্যাদি প্রদেশ আছে, কিন্তু এই মচ দেশের সমুদয় স্থান ঐ বৃহদেশীয় কিলাত নামক রাজধানীর অধ্যক্ষ মহমুদ র্যার অধিকার নহে, আর বেয়ানার ২৫ ক্রোশ উত্তর পর্ব দিগস্থ কোহিনী নামক স্থান হইতে বলোচস্থানের দক্ষিণ দিগ আরম্ভ হইয়াছে, ব্যক্ত আছে যে বলোচস্থান পৰ্ব্বত ময় এব০২ তথা গমনাগমনের নিমিত্তে নানা ক্ষুদ্র নদী দিয়া পথ আছে, এ দেশের উত্তর দিগের সারও য়ান নগর ও তাহার দক্ষিণ দিগস্থ ঝালওয়ান নগর এই দুই নগরের পুায় তাবৎ স্থান পৰ্ব্বত দ্বারা ব্যাপ্ত আছে, ঐ দুই স্থান লস নগরের সম্মুখের কোহনওয়ান নামক পৰ্ব্বত শ্রেণীর নিকট হইতে আরম্ভ হইয়াছে, এই পৰ্ব্বতের উপরিস্থ ভূমি সকল অত্যন্ত মরু এব০২ তাহার জল ও বায়, ইউরোপের ন্যার বোধ হয়, তথা সূর্যোন্তাপের প্রখরতা নাই তন্নিমিত্তে পৌষমাসাবসি ফালগুণ পর্যন্ত অতিশয় শীত হইয়া থাকে, তন্মধ্যে ওয়দ, খোজ দর ও সোহরাব নামক স্থানে কালানুসারে গোপূম, যব ইত্যাদি যথেষ্ট উৎপন্ন হয়, আর বলোচস্থানের তাবহ দিগে গো, মহিষ, মেষ প্রভৃতি পশু যথেষ্ট জন্মে, এবং ঐ দেশের কিলাত নগরের পৰ্ব্বতোপরি ৩৬ ক্রোশ পরিসর নুস্কি নামক এক বালুকাময় স্থান আছে, তাহার কোন ২ স্থানে লোকালয় অাছে, এব০২ কৃষি কৰ্ম্ম হইতে পারে, কিন্তু বৃষ্টির অভাবপ্রযুক্ত অত্যন্ত মরু ভূমি হয়, এবপ২ কোন ২ ভূমির বালুক সকল নিরন্তর উদ্ভূীয় মান হইতেছে, গ্রীযুকালে উক্ত স্থান অত্যন্ত উত্তপ্ত হয়, এব^ তথাকার লোকের স্থানান্তরে গিয়া বাস করে, অধিক