পাতা:সন্দেশাবলি.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ० ¢ ) কি বলির, তথা হইতে যে এক ক্ষুদ্রানদী আরম্ভ হইয়া নিমে পতিত হয়, গ্রীষ্মকালে তাহার ও পতন রহিত হইয়া থাকে, ঐ বালুকাভূমিস্থ লোকের দীর্ঘকায় ও অলসস্বভাব, তাহার দিগের অনেকে দলু বৃত্তি করিয়া কাল ক্ষেপণ করে, এব০২ কথন ২ অন্যান্য স্থানের লোকদিগকে অনিয়ন করিয়া কিলাত ও কান্ধার নগরে বিক্রয় করে, ও কোন ২ লোককে স্বগণ ভুক্ত করে, বলোচস্থানের জবনের পরল্পর যুদ্ধ করে এব০২ তাহার। স্বদেশের অধ্যক্ষদিগের নিকটে যে কিঞ্চিৎ অধীনস্থ স্বীকার করে সেও পরিচয় মাত্র, তদ্ভিন্ন বলোচস্থানে ব্রাহুইস নামক সে এক জাতি মনুষ্য আছে, তাহারা অত্যন্ত বলবান ও শ্রমী, তাহার দিগের গোলমুণ্ড এবং হস্ত পদাদি ই^লণ্ডীয় লোকের ন্যায় কিন্তু শরীরের অস্থি সকল ক্ষুদ্র ২, ঐ দেশের লোকের কক্ষগণ্ডব ও সিস্তান নগর হইতে শস্যাদি ও মক ওয়ান হইতে খজুর আনয়ন করে, উক্ত দেশে কোন বাণিজ্য হয় না, কারণ তথাকার তার খ দুশ্চরিত্র লোকদিগের সংকৰ্ম্মে কিয়! যাম তে তাহারদিগের উন্নতি হয় এমত বাণিজ্যাদিতে অভিলাষ করে না, সুতরাং তথা শস্যাদি এতাদৃশ জন্মে ন যৈ স্থানান্তরে প্রেরিত হইতে পারে, বলোচস্থানে সোহরাব নামক যে এক নগর অাছে, সে নগর উত্তর দক্ষিণে দীঘে ২০ ক্রোশ ও প্রস্থে ১২ ক্রোশ, ইহার মধ্য বৰ্ত্তী পৰ্ব্বত হইতে যে নদী বহির্গমন করিয়াছে, তাহার জল দ্বারা তথা কৃষি কৰ্ম্ম উত্তম হয়, বলোচস্থানে অনেক হিন্দুজাতি ছিল, কিন্তু জবনদিগের অধিকার হইলে তাহারদিগের দৌরাত্ম্য দ্বারা উক্ত হিন্দুর ছত্রভঙ্গ হইয়া স্থানান্তরে পলায়ন করিল কি জবন জাতিত্ব প্রাপ্ত হহয়! সেই দেশে অবস্থান করিল ইহার নিশ্চয় পাওয়া যায় না, ১০০ বৎসরের অধিক হইল তথা ঐ