( Rob ) সুন্দরবন নামক যে এক বৃহৎ অরণ্য আছে, এই উতয়ের মধ্য স্থান দিয়া নানা নদী গমন করিয়াছে, উক্ত বন মধ্যে বৃহৎ ২ ব্যাসু ও সেই সকল নদীতে অনেক কুম্ভীর আছে, এবং বাকর গঞ্জ মধ্যে শত বৎসরাবধি যে সকল পোতু গীশ জাতির বাস করিতেছে, তাহার নির্ধন ও দুর্বল ও ঘূণাস্থ এব০২ তদেশীয় লোকাপেক্ষ কৃষ্ণবর্ণ তৎপ্রযুক্ত তথাকার লোকের অবজ্ঞা করত তাহারদিগকে কাল ফুঙ্গি বলে। ৩৫১ ৷ বাকের l৷ মুলতান প্রদেশে সিন্ধু ও দামোদরের মিলন স্থানে লিঙ্গু নদীদ্বারা যে এক উপদ্বীপের সৃষ্টি হইয়াছে, তাহার উপরে বাকের নামে এক নগর আছে, আবুল ফজল আপন পুস্তকে তথাকার দুর্গের ও নাম বাকের বলিয়। প্রকাশ করেন, লাহোরের ছয় নদী একত্র হইয় আগমন পূর্বক কিয়দরে দুই ধারা হক্টর উক্ত দুর্গের উত্তর ও দক্ষিণ দিগ দিয়া গমন করি রাছে, এ নগরে বৃষ্টি অল্প হইয় থাকে, কিন্তু নানাবিধ উত্তম ২ DD DuBS BiS D ggJBBBSBBB S BBBB BBBBBBS BBB ভুতি আওরঙ্গজেবের নিকট হইতে পলায়ন করত সিন্ধু নদীর দিগে গমন করিয়া ঐ দুর্গ আক্রমণ করাতে ঘোরতর স~গ্রাম श्रुझेब्लांछित 1 ०6 ९ ॥ বাঘমতী ! নেপাল দেশীয় কাটামুগু নগরের উত্তর দিগস্থ পৰ্ব্বতোপরি বাঘমতী না এক নদী আরম্ভ হইয়া দক্ষিণ দিগে গমন পূবুক ইলেণ্ডায়দিগের অধিকারস্থ ত্রিহুত ও বাহার দেশে পুবেশ করিয়া মুঙ্গেরের উত্তরে গঙ্গাতে পতিত হইতেছে, এনদী দীঘে পুয়ি ৩০০ ক্রোশ হইবেক। ৩৫৩ ৷ বাঙ্গালোর ৷ মহীসুর রাজ্যে হয়দরআলির স্থাপিত বাঙ্গালোর নামে এক নগর অাছে, এ নগরের দক্ষিণ দিগে
পাতা:সন্দেশাবলি.djvu/২১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।